বাংলাদেশকে গুটিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজও চাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ এএম, ১৭ জুন ২০২২
বাংলাদেশকে গুটিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজও চাপে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। প্রথম দিনের দুই সেশনও ঠিকমতো ব্যাটিং করতে না পারায় দ্বিতীয় সেশনেই ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় সেশনে ব্যাট হাত রান করতে বেশ বেগ পেতে হয়েছে ক্যারিবিয়ান ওপেনারদের।

বৃহস্পতিবার (১৬ জুন) অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ১০৩ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন সাকিব। তার এই ইনিংস না হলে হয়তো শতরানের আগেই থমকে যেত বাংলাদেশের ইনিংস।

দ্বিতীয় সেশনে বাংলাদেশ দল শেষ চার উইকেট হারালে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে নিজেদের তাদের প্রথম রান আসে ৬ষ্ঠ ওভারের প্রথম বলে।

শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারে মাত্র ১৫ রান তোলে বাংলাদেশ। ক্যারিবিয়ান দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ক্রেইগ ব্রাথওয়েট দিচ্ছেন নিজেদের চরম ধৈর্য্যের পরীক্ষা। এই দুই ব্যাটার দ্বিতীয় ইনিংস শেষে যথাক্রমে ৩৬ বলে ১ ও ৫৫ বলে ৯ রান করে অপরাজিত আছেন।

এর আগে ক্যারিবিয়ান পেসারদের দাপটে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ক্যারিবিয়ানদের হয়ে আলজারি জোসেফ ও জেইডেন সিলস তিনটি করে উইকেট শিকার করেন। কাইল মেয়ার্স ও কেমার রোচ দুইটি করে উইকেট শিকার করেন।

অ্যান্টিগা টেস্টের প্রথম দিনের দুই সেশন পর্যন্ত বাংলাদেশে সাফল্য বলতে অধিনায়ক সাকিবের হাফ সেঞ্চুরি ও ওপেনারের তামিমের টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ

১০৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

১০৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম

৮ বছর পর টেস্ট স্কোয়াডে এনামুল হক বিজয়

৮ বছর পর টেস্ট স্কোয়াডে এনামুল হক বিজয়