নিউজিল্যান্ডকে ধবলধোলাই করে ইংল্যান্ডের নতুন যুগ শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৭ জুন ২০২২
নিউজিল্যান্ডকে ধবলধোলাই করে ইংল্যান্ডের নতুন যুগ শুরু

বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের অধীনে বদলে যাওয়া ভিন্ন এক ইংল্যান্ডকে দেখলো ক্রিকেট বিশ্ব। তিন ম্যাচের সিরিজের শেষ টেস্টেও ইংলিশদের কাছে পাত্তা পায়নি নিউজিল্যান্ড। হেডিংলিতে সিরিজের শেষ ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছে ইংলিশরা।

নিউজিল্যান্ড সিরিজের আগে ব্যর্থতার দায়ভার নিয়ে সরে দাঁড়িয়েছিলেন অধিনায়ক জো রুট। ব্যাট হাতে রান পেলেও দলকে সাফল্য এনে দিতে না পারা রুটের জায়গায় এসেছেন বেন স্টোকস।

এছাড়াও অ্যাশেজ ব্যর্থতার পর বরখাস্ত হওয়া কোচ ক্রিস সিলভারউডে স্থলাভিষিক্ত হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। আগ্রাসী মনোভাবের কোচ ও অধিনায়ক পেয়ে মাঠেও আগ্রাসী ক্রিকেটে বিশ্বাসী হয়ে উঠেছে ইংল্যান্ড। এরই প্রভাবে তিন ম্যাচের প্রত্যেকটিতেই জয় পেয়েছে ইংল্যান্ড।

লর্ডসে সিরিজের প্রথম টেস্টে কোনো পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। ওই ম্যাচে বোলারদের প্রভাবে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ঘুরে দাঁড়ানো ইংলিশরা শেষ দিনে ব্যাট হাতে অসম্ভবকে সম্ভব করেছিল। আগ্রাসী ব্যাটিংয়ে শেষ দিনে ২৯৯ রানের বাঁধা পেরিয়েছিল ইংলিশরা।

তৃতীয় টেস্টেও হেডিংলি টেস্টের শেষদিনে দেখা মেলে ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের। শেষ দিনের ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ১১৩ রান। তবে বৃষ্টির কারণে প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় সেশনে খেলা মাঠে গড়ালে আগ্রাসী ব্যাটিংয়ে মনোযোগী হয় ইংল্যান্ড।

ওলি পোপ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির আশা জাগিয়েও বিদায় নেন। তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন সাবেক টেস্ট অধিনায়ক জো রুট। পোপের বিদায়ের পর ক্রিজে আসা বেয়ারস্টো শুরু থেকেই ছিলেন মারমুখী। তার ব্যাটিংয়ে দ্বিতীয় সেশনে জয়ের বন্দরে ভেড়ে ইংল্যান্ডের নৌকা।

সর্বশেষ ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ঘরের মাঠে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এরপর থেকে টানা তিন সিরিজে জয়ের দেখা পায়নি ইংলিশ। প্রায় দেড় বছর পর এসে ঘুচেছে ইংলিশদের সিরিজ জয়ের খরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অবসর ভাবনায় ইংলিশ কাপ্তান মরগান

অবসর ভাবনায় ইংলিশ কাপ্তান মরগান

টেস্ট ক্রিকেটে ৪৮ বছরের স্মৃতি ফেরালেন লিচ

টেস্ট ক্রিকেটে ৪৮ বছরের স্মৃতি ফেরালেন লিচ

প্রথম ব্যাটার হিসেবে দেশের বাইরে তিন শতকের রেকর্ড মিচেলের

প্রথম ব্যাটার হিসেবে দেশের বাইরে তিন শতকের রেকর্ড মিচেলের

হজ করতে যাবেন আদিল রশিদ, খেলবেন না ভারতের বিপক্ষে

হজ করতে যাবেন আদিল রশিদ, খেলবেন না ভারতের বিপক্ষে