পরিবার নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে চান ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১০ পিএম, ১২ জুলাই ২০২২
পরিবার নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে চান ওয়ার্নার

অর্থনৈতিক দুরাবস্থা শ্রীলঙ্কায় তৈরি করেছে রাজনৈতিক সংকট। তীব্র এই সংকটের মাঝেই শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া দল। সিরিজ শেষে শ্রীলঙ্কার জনগণকে ধন্যবাদ দিয়ে ওয়ার্নার জানিয়েছেন, পরিবার নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে চান।

শ্রীলঙ্কা সিরিজ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওয়ার্নার ধন্যবাদ দিয়েছেন শ্রীলঙ্কার জনগণকে। অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার পরও অস্ট্রেলিয়া দলকে দারুণভাবে সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অজি ওপেনার।

তিনি লেখেন, “ধন্যবাদ শ্রীলঙ্কা, অত্যন্ত কঠিন সময়ের মধ্যেও আমাদের এই আতিথেয়তা দেওয়ার জন্য। এই ভালবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। তোমরা আমাদের জন্য দু'হাত বাড়িয়ে দিয়েছিলে। এই সফর কখনও ভোলা যাবে না। শ্রীলঙ্কার যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হলো তোমাদের মুখের হাসি। পরিস্থিতি যেমনই হোক না কেন, মুখে সেই হাসি থেকেই যায়।”

এবার ক্রিকেটীয় সফরে এলেও ভবিষ্যতে পরিবার নিয়ে লঙ্কা দ্বীপে ছুটি কাটাতে চান এই ক্রিকেটার। বলেন, “সবসময় তোমরা স্বাগত জানাতে প্রস্তুত থাকো। আবারও ধন্যবাদ। আমি পরিবার নিয়ে একদিনের জন্য হলেও শ্রীলঙ্কায় ছুটি কাটাতে আসতে চাই।”

 
 
 
View this post on Instagram

A post shared by David Warner (@davidwarner31)

শ্রীলঙ্কা সফরে অম্ল মধুর সময় কাটিয়েছেন ডেভিড ওয়ার্নার। সীমিত ওভারের সিরিজে তার সেরা ফর্ম দেখা গেলেও টেস্টে ব্যাট হাতে রান করতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া দলও তার মতোই অম্ল-মধুর সিরিজ কাটিয়েছে।

টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিলেও অস্ট্রেলিয়া দল হেরেছিল ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজের শুরুটা প্রতাপের সাথে করলেও দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার কাছে করেছিল আত্মসমার্পণ। এতেই ১-১ ব্যবধানে শেষ হয়েছে টেস্ট সিরিজ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

জয়াসুরিয়ার ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া, সমতায় শেষ সিরিজ

জয়াসুরিয়ার ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া, সমতায় শেষ সিরিজ

বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টিকে বিদায় বলবেন ফিঞ্চ

বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টিকে বিদায় বলবেন ফিঞ্চ

স্মিথ দেখতে চান, ইংল্যান্ড কতদিন এইভাবে খেলতে পারে!

স্মিথ দেখতে চান, ইংল্যান্ড কতদিন এইভাবে খেলতে পারে!

ওয়ার্নারের অধিনায়কত্বে আজীবন নিষেধাজ্ঞা, স্ত্রীর দাবি 'অনায্য'

ওয়ার্নারের অধিনায়কত্বে আজীবন নিষেধাজ্ঞা, স্ত্রীর দাবি 'অনায্য'