‘ডানহাতি’ হওয়ার শেষ ম্যাচেও বিবেচনায় নেই বিজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৬ জুলাই ২০২২
‘ডানহাতি’ হওয়ার শেষ ম্যাচেও বিবেচনায় নেই বিজয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ওয়ানডে ফরম্যাটে ভালো খেলেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন এনামুল হক বিজয়। অথচ বাকি দুই ফরম্যাটে সুযোগ পেলেও ওয়ানডেতেই জায়গা হয়নি তার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সে কারণে সিরিজের শেষ ম্যাচে বিজয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখছিলেন সবাই। 

কিন্তু শুক্রবার (১৫ জুলাই) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো বললেন, ডানহাতি হওয়ার কারণেই শেষ ম্যাচেও বিজয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। 

অথচ দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করার পর অধিনায়ক তামিম বলেছিলেন, প্রয়োজন হলে তিনি নিজে বসে গিয়েও দলের বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চান। সেক্ষেত্রে বিজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল একাদশে ঢুকে যাওয়ার, অথচ ডমিঙ্গো বলছেন উল্টো কথা।

বিজয়কে নিয়ে রোমাঞ্চিত ডোমিঙ্গো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডানহাতি ব্যাটারের চেয়ে বাহাতি ব্যাটারের প্রয়োজনীয়তা বেশি দেখছেন টাইগারের হেডমাস্টার। সে কারণেই বিজয়কে বিবেচনা করছেন না বলে জানান তিনি। 

বলেন, "এটা একটু ট্রিকি (বাইরে থাকাদের সুযোগ দেওয়া)। বিজয়কে খেলাতে পারলে ভালো লাগবে আমার। তবে সেক্ষেত্রে একাদশে আরেকজন ডানহাতি ব্যাটার বেড়ে যাবে। আমাদের এখানে বাঁহাতি ব্যাটসম্যান দরকার। তাই ব্যাটিং লাইন আপে খুব বেশি পরিবর্তন সম্ভবত হবে না।" 

sportsmail24

বাহাতি প্রয়োজন বলেই ওয়ানডে ক্রিকেটেও ফেরার অপেক্ষা হয়তো আপাতত শেষ হচ্ছে না বিজয়ের। "সে-ই একমাত্র ব্যাটসম্যান (স্কোয়াডের), যে এখানে ৫০ ওভারের সিরিজে এখনও ম্যাচ পায়নি। তবে সে ডানহাতি। আমার মতে, আমাদের লাইন আপে দরকার দরকার যতটা বেশি সম্ভব বাঁহাতি রাখা। সেখানে অদল বদলের সম্ভাবনা তাই কম" যোগ করেন রাসেল।

শনিবার (১৬ জুলাই) গায়ানাতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। আগেই সিরিজ জিতে যাওয়ার এই ম্যাচ খুব একটা গুরুত্বপূর্ণ নয় টাইগারদের জন্য। বিপরীত দিকে হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি   


শেয়ার করুন :


আরও পড়ুন

বিগব্যাশের ড্রাফটে পোলার্ড-রশিদ, নেই বাংলাদেশি কেউ

বিগব্যাশের ড্রাফটে পোলার্ড-রশিদ, নেই বাংলাদেশি কেউ

বাংলাদেশ ‘এ’ দলে সৌম্য-সাব্বির, নেই মুমিনুল

বাংলাদেশ ‘এ’ দলে সৌম্য-সাব্বির, নেই মুমিনুল

লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন মাশরাফি

লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন মাশরাফি

তাসকিনের বাদ পড়াটা দূর্ভাগ্যজনক বলছেন তামিম

তাসকিনের বাদ পড়াটা দূর্ভাগ্যজনক বলছেন তামিম