জাতীয় দলে খেলার জন্য কাউকে অনুরোধ করবো না: ক্যারিবীয় কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১০ পিএম, ১০ আগস্ট ২০২২
জাতীয় দলে খেলার জন্য কাউকে অনুরোধ করবো না: ক্যারিবীয় কোচ

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এখনো দল গুছিয়ে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটাররা জাতীয় দলের চেয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়ায় ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের জার্সিতে খেলতে কাউকে অনুরোধ করবেন না।

২০২১ বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অজানা কারণে জাতীয় দলে না খেললেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট চষে বেড়াচ্ছেন এই ক্রিকেটার। একই পরিণতি সুনীল নারিনেরও। ২০১৯ সাল থেকে তিনি জাতীয় দলের বাইরে আছেন।

এছাড়াও এভিন লুইস ও ওশানে থমাসে ফিটনেস টেস্টে পাশ করতে না পারায়া আছেন জাতীয় দলের বাইরে। ইনজুরির তালিকায় রয়েছেন শেলডন কটরেল, ফ্যাবিয়ান অ্যালেন ও রোস্টন চেজরা। এতেই মোটামুটি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজের জন্য খেলোয়াড় সংকটে পড়েছে দলটি। এর প্রভাব যে বিশ্বকাপে দলে পারফর্মেন্সে পড়বে তাও মোটামুটি ধারণা করছেন কোচ সিমন্স।

মূল ক্রিকেটারদের না পেলে যারা আছে তাদেরকে নিয়েই স্কোয়াড সাজিয়ে মাঠে নামতে চান তিনি। তবুও সিনিয়র ক্রিকেটারদের জাতীয় দলের জার্সিতে মাঠে নামত অনুরোধ করতে নারাজ।

বলেন, “এখন পর্যন্ত আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। যারা আছে তাদেরকে নিয়েই খেলতে হবে। তাদেরকে (সিনিয়র ক্রিকেটার) ফিরতে অনুরোধ করতে পারবো না।”

আরও বলেন, “আমাদের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। সবগুলো খেলাই কঠিন হতে পারে। শিমরন (হেটমায়ার) উপরে ব্যাট করতে পারে। পাশাপাশি নিকোলাস (পুরান) নিচের দিকে ব্যাটিং করতে পারে। এদেরকে নিয়েই একাদশ সাজানো সম্ভব।”

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে জাতীয় দলের চেয়ে লিগগুলোতেই বেশি সময় দিতে আগ্রহী হয়ে পড়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সেই প্রভাব পড়েছে দলটির জাতীয় দলের পারফর্মেন্সে। এতেই ক্ষুব্ধ দেশটির ক্রিকেট বোর্ড ও কর্মকর্তা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

স্বীকৃত টি-টোয়েন্টিতে পোলার্ডের নতুন রেকর্ড

স্বীকৃত টি-টোয়েন্টিতে পোলার্ডের নতুন রেকর্ড

লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন গেইল

লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন গেইল

ক্রিকেটকে বিদায় বললেন ক্যারিবিয়ান নারী তারকা ডিয়েন্ড্রো ডোট্টিন

ক্রিকেটকে বিদায় বললেন ক্যারিবিয়ান নারী তারকা ডিয়েন্ড্রো ডোট্টিন

পূর্ণশক্তির দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে নিউজিল্যান্ড

পূর্ণশক্তির দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে নিউজিল্যান্ড