বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লড়ছে সাইফ-সাদমান জুটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২১ এএম, ১১ আগস্ট ২০২২
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লড়ছে সাইফ-সাদমান জুটি

ফাইল ছবি

বৃষ্টিবাধায় পড়েছে বাংলাদেশ ‘এ’ দল ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচটি। সারাদিনে খেলা হয়েছে মাত্র ৩৪ ওভার। সেখানে এক উইকেট হারিয়ে ৬৯ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। উইকেটে থেকে লড়ছেন সাইফ হাসান ও সাদমান ইসলাম অনিক।

বুধবার (১০ আগস্ট) দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচের আগের রাতে অত্যাধিক বৃষ্টি হওয়ায় আউটফিল্ড খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিল।

আউটফিল্ড ঠিক করতে ম্যাচ শুরু হয় বেশ দেরীতে। আউটফিল্ড প্রস্তুত হওয়ার পর টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।

খেলা শুরুর পরও বৃষ্টি বাধায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটি টিকেছে মাত্র ১২.৩ ওভার। 

এশিয়া কাপ নয়, সাব্বিরের মনোযোগ ‘এ’ দলে

স্বাগতিক পেসার কলিন আর্চিবল্ডের বলে ব্যক্তিগত ৪১ বলে ১৭ রান করে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর খেলা হয়েছে মাত্র ২১ ওভার।

তিনে নামা সাইফকে নিয়ে বাকি সময়টুকু দারুণ লড়াই করেছেন আরেক ওপেনার সাদমান। দু’জনে মিলে গড়েছেন ১৩১ বলে ৪১ রানের জুটি । 

সাইফ ও সাদমান, দু'জনেই বেশ ভালোই সামলিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের। দিনশেষে ৯৮ বলে ২২ রানে অপরাজিত আছেন সাদমান ও সাইফ অপরাজিত ৬৭ বলে ২৩ রানে।

এর আগে চারদিনের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ ‘এ’ দল।  

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

আফিফের মধ্যে এমন গুন আছে, যা অন্যদের নেই: তামিম

আফিফের মধ্যে এমন গুন আছে, যা অন্যদের নেই: তামিম

জাতীয় দলে খেলার জন্য কাউকে অনুরোধ করবো না: ক্যারিবীয় কোচ

জাতীয় দলে খেলার জন্য কাউকে অনুরোধ করবো না: ক্যারিবীয় কোচ

বোল্টকে অনুসরণ করবে না কেউ, বিশ্বাস নিউজিল্যান্ডের

বোল্টকে অনুসরণ করবে না কেউ, বিশ্বাস নিউজিল্যান্ডের

ক্রিকেট থেকে ‘অনির্দিষ্ট’ বিরতিতে অস্ট্রেলিয়া অধিনায়ক ল্যানিং

ক্রিকেট থেকে ‘অনির্দিষ্ট’ বিরতিতে অস্ট্রেলিয়া অধিনায়ক ল্যানিং