ওয়েস্ট ইন্ডিজে চলছে সাইফের ‘নিঃসঙ্গ’ লড়াই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩০ এএম, ১২ আগস্ট ২০২২
ওয়েস্ট ইন্ডিজে চলছে সাইফের ‘নিঃসঙ্গ’ লড়াই

ফাইল ছবি

বেরসিক বৃষ্টি দ্বিতীয় দিনও এসে হাজির। যার কারণে মধ্যাহ্নভোজের আগে শুরুই হয়নি বাংলাদেশ ‘এ’ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৫০ ওভার, যেখানে ৫ উইকেটে ১৫৭ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। 

অন্যদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে নিঃসঙ্গ লড়াই চালিয়ে যাচ্ছেন সাইফ হাসান। পাঁচ ঘণ্টা লড়াই করে দ্বিতীয় দিন শেষে ২১৭ বলে ৬৩ রানে অপরাজিত রয়েছেন এই ডানহাতি ব্যাটার। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচের দ্বিতীয় দিন মাঠে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। আগের দিনের ৩৪ ওভারে ১ উইকেটে ৬৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল মোহাম্মদ মিথুনের দল।

দ্বিতীয় দিন আর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি সাদমান। প্রথম দিনের শেষবেলায় দারুণ লড়াই করা সাদমান দ্বিতীয় দিনে আগের দিনের সঙ্গে ২০ বল খেলে ৩ রান যোগ করেই আউট হয়ে ফেরেন।

বিসিবির কঠোর অবস্থানের পর চুক্তি বাতিলে সাকিবের সম্মতি 

সাদমান বিদায় নেওয়ার পর দ্রুত জোড়া উইকেট হারায় বাংলাদেশ। চার নম্বরে ব্যাটিং করতে এসে সুবিধা করতে পারেননি ফজলে মাহমুদ, ১৪ রান করেই ড্রেসিংরুমের পথ ধরেন তিনি।

এরপর অধিনায়ক মোহাম্মদ মিথুনও আউট হন দ্রুত। তার ব্যাট থেকেও আসে ১৪ রান। ১০৮ রানের মাহমুদকে হারানোর ১২৮ রানে মিথুনও ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। 

জাকি হাসান উইকেটে এসে লড়াই করার চেষ্টা চালিয়েছিলেন বটে! কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ৫৬ বলে ১৫ রানে আউট হন তিনি।

অন্যরা যেখানে উইকেট এসে থিতুই হতে পারছেন না, সেখানে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত লড়াই করেছেন সাইফ হাসান। দুই দিন মিলিয়ে ২৯৫ মিনিট উইকেটে আছেন তিনি।

২১৭ বলের ইনিংসে ১৮৬ বলে কোনো রান করেননি তিনি। যেখানে ছয়টা চার ও একটি ছক্কাও মেরেছেন সাইফ। 

দিনের শেষে বেলায় উইকেটরক্ষক জাকের আলীকে নিয়ে ৪১ বলে ৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দ্বিতীয় দিন পার করেছেন। যে জুটিতে জাকেরের অবদান শূন্য! কারণ, পুরো জুটির ৯ রানই এসেছে সাইফের ব্যাট থেকে। ১৬ বলে শূন্য রানে অপরাজিত আছেন জাকের। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপে নেই লিটন, রাব্বি-সোহান ফিফটি ফিফটি

এশিয়া কাপে নেই লিটন, রাব্বি-সোহান ফিফটি ফিফটি

এশিয়া কাপ নয়, সাব্বিরের মনোযোগ ‘এ’ দলে

এশিয়া কাপ নয়, সাব্বিরের মনোযোগ ‘এ’ দলে

এশিয়া কাপে অনিশ্চিত লিটন

এশিয়া কাপে অনিশ্চিত লিটন

ধাওয়ানকে সরিয়ে দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের অধিনায়ক রাহুল

ধাওয়ানকে সরিয়ে দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের অধিনায়ক রাহুল