পাকিস্তান না গিয়ে আরব আমিরাত লিগে খেলবেন বোল্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১২ আগস্ট ২০২২
পাকিস্তান না গিয়ে আরব আমিরাত লিগে খেলবেন বোল্ট

দিন দুয়েক আগেই নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পেসার ট্রেন্ট বোল্ট। জানিয়েছিলেন, ঘরোয়া ও অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলতেই নিয়েছেন এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর পরই আরব আমিরাতের নতুন টি-টোয়েন্টি লিগ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) দল এমআই এমিরেটসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

চলতি বছরের ডিসেম্বরে পাকিস্তান সফর করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সফরে তিনটি ওয়ানডে ও দুই টেস্ট খেলার কথা রয়েছে দলটির। নিউজিল্যান্ড দলের ওই সফর চলাকালীন আরব আমিরাতে শুরু হবে দেশটির নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

ওই টুর্নামেন্টে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। বিষয়টি নিশ্চিত করেছেন এমআই এমিরেটস কর্তৃপক্ষ। দলটির সাথে চুক্তিবদ্ধ হওয়ায় বোল্ট যে কিউই দলের সাথে পাকিস্তান সফরে যাচ্ছেন না তা মোটামুটি নিশ্চিত।

দিন দুয়েক আগে ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে আসেন ট্রেন্ট বোল্ট। চুক্তি থেকে সরে আসার কারণ হিসেবে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলতে চাওয়ার ইচ্ছার কথা জানান তিনি।

দীর্ঘদিন ধরেই কিউইদের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে অনুপস্থিত ছিলেন ট্রেন্ট বোল্ট। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে দীর্ঘ ৯ মাস পর নিউজিল্যান্ডের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন বোল্ট।

সর্বশেষ ওয়ানডে খেলেছেন আরও আগে। ১৭ মাস আগে ২০২১ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষবার ওয়ানডে ক্রিকেট খেলেছিলেন এই তারকা পেসার। সীমিত ওভারের ক্রিকেট থেকে দূরে সরলেও সাদা পোশাকে অবশ্য কিউই একাদশের নিয়মিত মুখ।

নিউজিল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত ৭৮ টেস্ট, ৯৩ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি খেলেছেন ট্রেন্ট বোল্ট। এই সময়ে তিনি শিকার করেছেন যথাক্রমে ৩১৭, ১৬৯ ও ৬৩ উইকেট। কিউইদের জার্সিতে টেস্টে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। আর ওয়ানডেতে সপ্তম সর্বোচ্চ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বোল্টকে অনুসরণ করবে না কেউ, বিশ্বাস নিউজিল্যান্ডের

বোল্টকে অনুসরণ করবে না কেউ, বিশ্বাস নিউজিল্যান্ডের

বোল্টকে চুক্তি থেকে ‘মুক্তি’ দিলো নিউজিল্যান্ড

বোল্টকে চুক্তি থেকে ‘মুক্তি’ দিলো নিউজিল্যান্ড

বুমরাহকে সরিয়ে আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বোল্ট

বুমরাহকে সরিয়ে আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বোল্ট

টেস্টে মুরলিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন বোল্ট

টেস্টে মুরলিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন বোল্ট