বোলিং অ্যাকশন শুধরে এশিয়া কাপে শাহীন আফিদির বদলি হাসনাইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২২ আগস্ট ২০২২
বোলিং অ্যাকশন শুধরে এশিয়া কাপে শাহীন আফিদির বদলি হাসনাইন

চলতি বছরের ফেব্রুয়ারিতে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইন। সেই বোলিং অ্যাকশন শুধরে জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন। ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় খুলেছে তার জাতীয় দল দরজা। তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের জার্সিতে ১৮ টি-টোয়েন্টি খেলা হাসনাইন বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে বেশ জনপ্রিয়। ইতিমধ্যেই খেলেছেন বিগব্যাশ, সিপিএল, কাউন্টি ক্রিকেট ও দ্য হানড্রেডের মতো টুর্নামেন্ট।

এশিয়া কাপে পাকিস্তান স্কোয়াডে ডাক পাওয়ায় দ্য হানড্রেডে ওভাল ইনভিন্সিবল ছেড়ে জাতীয় দলে যোগ দিবেন এই পেসার। এর আগে শাহীন আফ্রিদির জায়গা হাসান আলি ও মোহাম্মদ আমিরের দলে ফেরার গুঞ্জন তৈরি হয়েছিল।

পাকিস্তানের জার্সিতে ১৮ টি-টোয়েন্টি খেলা হাসনাইনের এই ফরম্যাটে রয়েছে একটি হ্যাটট্রিকও। ২০১৯ সালে লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে এই হ্যাটট্রিক করেন তিনি।

জাতীয় দলের হয়ে শুধুমাত্র রঙিন পোশাকে ফেলা হাসনাইন মাঠে নেমেছেন ৮ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টিতে। এই সময়ে ২৯ বার প্রতিপক্ষ ব্যাটারদের প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি।

এদিকে ইনজুরির কারণে বাদ পড়া শাহীন শাহ আফ্রিদি এশিয়া কাপের পাশাপাশি খেলতে পারেবন না ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। এমনকি এশিয়া কাপে তাকে পাকিস্তান দলে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। শেষ পর্যন্ত শাহীন শাহ আফ্রিদিকে না পাওয়া গেলে বিকল্প হতে পারেন হাসনাইন।

২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান। উন্মুক্ত করার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কাউন্টির ‘বিতর্কিত’ দলে নাম লেখালেন শান মাসুদ 

কাউন্টির ‘বিতর্কিত’ দলে নাম লেখালেন শান মাসুদ 

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই প্রতিদ্বন্দ্বীতার তীব্র ঝাঁজ!

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই প্রতিদ্বন্দ্বীতার তীব্র ঝাঁজ!

সিপিএল খেলার অনুমতি পাননি পাকিস্তানের আজম খান

সিপিএল খেলার অনুমতি পাননি পাকিস্তানের আজম খান

এশিয়া কাপে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান: সরফরাজ

এশিয়া কাপে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান: সরফরাজ