ইংল্যান্ডকে ধসিয়ে টেস্ট বোলারদের সেরা তিনে রাবাদা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৪ আগস্ট ২০২২
ইংল্যান্ডকে ধসিয়ে টেস্ট বোলারদের সেরা তিনে রাবাদা

নিউজিল্যান্ড-ভারতের বিপক্ষে পাওয়া সাফল্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধরে রাখতে ব্যর্থ ইংল্যান্ড। লর্ডসে ইংল্যান্ডের ইনিংস ব্যবধানে হারে বড় কৃতিত্ব প্রোটিয়া বোলার কাগিসো রাবাদার। ক্রিকেট তীর্থে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন।

বুধবার (২৪ আগস্ট) র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্যাট কামিন্স ও রবিচন্দ্রন অশ্বিনের পরের অবস্থানটাই রাবাদার দখলে। তার তিনে উঠার দিনে এক ধাপ করে পিছিয়েছেন ভারতের জসপ্রিত বুমরাহ ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি।

সর্বশেষ লর্ডস টেস্টে দুই ইনিংসে মোট সাত উইকেট শিকার করেন রাবাদা। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারের লজ্জ্বা দেন। এটাই ছিল ক্রিকেট তীর্থে তার প্রথম ফাইফার শিকার।

কাগিসো রাবাদা ছাড়াও এগিয়েছেন তার জাতীয় দল সতীর্থ এনরিখ নরকিয়া। দুই ইনিংসে ছয় উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান ২৫তম স্থানে। রাবাদা-নরকিয়াদের অধিনায়ক ডিন এলগারও দেখেছেন সাফল্য। এক ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৩তম।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় আসেনি বড় কোনো পরিবর্তন। নেদারল্যান্ডসের বিপক্ষে পারফর্মেন্সে শীর্ষস্থান আরও মজবুত করেছেন বাবর আজম। তারই জাতীয় দল সতীর্থ ইমাম উল হক রেটিং পয়েন্ট হারালেও জায়গা হারাননি।

জিম্বাবুয়ে-ভারত সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরির দেখা পান শুভমান গিল ও সিকান্দার রাজা। চার ধাপ এগিয়ে ২৫ নম্বরে সিকান্দার রাজা ও ৯৮ থেকে ৩৮তম স্থানে উঠে এসেছেন শুভমান। সিরিজে ২৪৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ভারতীয় এই ব্যাটার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আফ্রিকান পেস বলে উড়ে গেল ইংল্যান্ড

আফ্রিকান পেস বলে উড়ে গেল ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার কেশব মহারাজ

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার কেশব মহারাজ

ইনজুরিতে শেষ অলিভিয়েরের ইংল্যান্ড সফর

ইনজুরিতে শেষ অলিভিয়েরের ইংল্যান্ড সফর

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আলোচিত আম্পায়ার কোয়েরজেন

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আলোচিত আম্পায়ার কোয়েরজেন