আইসিসির মাস সেরা তালিকায় নিগার সুলতানা জ্যোতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৫ অক্টোবর ২০২২
আইসিসির মাস সেরা তালিকায় নিগার সুলতানা জ্যোতি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারে সেপ্টেম্বর মাসের সেরা তালিকায় মনোনয়ন পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের তালিকায় জ্যোতি বাকি দুজন হলেন হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানা। তারা দু'জনই ভারতের নারী ক্রিকেটার।

বুধবার (৫ অক্টোবর) নারী ও পুরুষ ক্রিকেটারদের সেপ্টেম্বর মাসে সেরা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। যেখানে প্রথমবারের মতো মাস সেরা তালিকায় মনোনয়ন পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব খেলেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাছাইপর্বে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে টাইগ্রেসরা।

শুধু দল নয়, ব্যাট হাতে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন নিগার সুলতানা। সংযুক্ত আরব আমিরাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে পাঁচ ম্যাচে ৪৫ গড়ে নামের পাশে যোগ করেন ১৮০ রান। তার স্ট্রাইক রেট ছিল ১৫০.২৬।

বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন নিগার সুলতানা জ্যোতি। আইসিসির নারী তালিকায় সেপ্টেম্বর সেরায় জ্যোতি ছাড়া বাকি দু’জন হলেন- ভারতের জাতীয় দলের দুই ক্রিকেটার, হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানা।

এছাড়া একই মাসের সেরা হওয়ার দৌড়ে পুরুষ ক্যাটাগরিতের রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ভারতের অক্ষর প্যাটেল এবং পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

বড় ব্যবধানে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশের মেয়েরা

বড় ব্যবধানে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশের মেয়েরা

এশিয়া কাপে নিজেদের এগিয়ে রাখছেন জ্যোতি

এশিয়া কাপে নিজেদের এগিয়ে রাখছেন জ্যোতি

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা