সাত বছর পর অবশেষে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে চলতি বছরের শেষ মাস অর্থাৎ, ডিসেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত। সফর উপলক্ষে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে ভারতীয় ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।
ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের লড়াই। সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুই টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে।
ভারতীয় ক্রিকেট দলের এ সফর শেষ হবে ২৬ ডিসেম্বর। একদিন পর ২৭ ডিসেম্বর ঢাকা থেকে দেশে ফিরে যাবেন ভারতীয় ক্রিকেটাররা।
২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসে সিরিজ হেরেছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারতীয় দল। সেবারই ভারতের বিপক্ষে প্রথম কোনো সিরিজ জয় করে টাইগাররা। ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ।
কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দুর্ধর্ষ বোলিংয়ে তছনছ হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ। ভারতের ওই সফরে একমাত্র টেস্টের সিরিজটিও ড্র হয়েছিল। এরপর দীর্ঘদিন আর বাংলাদেশে আসেনি ভারতীয় ক্রিকেট দল।
বাংলাদেশ-ভারত সিরিজের সূচি
৪ ডিসেম্বর: প্রথম ওয়ানডে, মিরপুর
৭ ডিসেম্বর: দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
১০ ডিসেম্বর: তৃতীয় ওয়ানডে, মিরপুর
১৪-১৮ ডিসেম্বর: প্রথম টেস্ট, চট্টগ্রাম
২২-২৬ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট, মিরপুর।
স্পোর্টসমেইল২৪/আরএস