জাতীয় দল নিয়ে আরও পরীক্ষা চালাতে চান শ্রীরাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১১ অক্টোবর ২০২২
জাতীয় দল নিয়ে আরও পরীক্ষা চালাতে চান শ্রীরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দুর্দশা যেন কিছুতেই কাটছে না। এই ফরম্যাটে ফল পক্ষে আনতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় কোচ শ্রীধরণ শ্রীরামকে। 

এছাড়া অভিজ্ঞ খেলোয়াড়দের ছাটাই করে তারুণ্য নির্ভর দল গড়েছে বিসিবি। দলে টেকনিক্যাল কনস্যালট্যান্ট হিসেবে যোগ দিয়ে নানাবিধ পরীক্ষা-নিরিক্ষা করছেন শ্রীরাম। 

তবে এখন পর্যন্ত টাইগারের পারফর্ম্যান্স খুব একটা ইতিবাচক নয়। তার অধীনে বাংলাদেশ ছয় ম্যাচ মাঠে নেমে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সেটাও এসেছে দুর্বল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে!

ফলে শ্রীরামের পরীক্ষা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। দলে তার প্রভাব আসলে কতটা কাজ করছে এই আলোচনাও হচ্ছে ক্রিকেট মহলে। 

তবে শ্রীরাম দলে অনেক ইতিবাচক পরিবর্তন দেখছেন বলে জানিয়েছেন। ফলে জাতীয় দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষাও চালিয়ে যেতে চান। 

শ্রীরাম বলেন, “উন্নতি অনেক হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। আমরা পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে যেতে চাই। প্রতিদিনই আমরা ছেলেদের বিভিন্ন ভূমিকা ও চ্যালেঞ্জ দিচ্ছি। ওদেরকে নিয়ে আমাদের জানার প্রক্রিয়া চলমান।”

চলতি ত্রিদেশীয় সিরিজে ইতিমধ্যে দুই ম্যাচ হেরে খাদের খিনারায় বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাটারদের ব্যর্থতাই চোখে পড়েছে বেশি। তবে শ্রীরামের মতে দলের মিডল অর্ডারের উন্নতি হয়েছে। 

“রাব্বি (ইয়াসির) যেভাবে হারিস রউফের সামনে সেদিন খেলেছেন, ট্রেন্ট বোল্টকে যেভাবে খেলেছেন নুরুল, এসব অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। তার বিশ্বের সেরা বোলারদের মধ্যে আছে। তাদের বিপক্ষে এমন খেলে অনেক আত্মবিশ্বাস পাওয়া উচিত” যোগ করেন শ্রীরাম।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বাকি দুই ম্যাচ। ফাইনাল খেলতে দুই ম্যাচেই জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। আসরের তৃতীয় ম্যাচে বুধবার (১২ অক্টোবর) নিউজিল্যান্ডের  বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে ডাচদের কোচিং প্যানেলে কারস্টেন-ক্রিস্টিয়ান

বিশ্বকাপে ডাচদের কোচিং প্যানেলে কারস্টেন-ক্রিস্টিয়ান

বৃষ্টিতে ভেসে গেল জ্যোতিদের এশিয়া কাপের স্বপ্ন

বৃষ্টিতে ভেসে গেল জ্যোতিদের এশিয়া কাপের স্বপ্ন

পাকিস্তানকে হারালো নিউজিল্যান্ড, শঙ্কায় বাংলাদেশ

পাকিস্তানকে হারালো নিউজিল্যান্ড, শঙ্কায় বাংলাদেশ

ব্যাটিংয়ে আরও উন্নতি চান সাকিব

ব্যাটিংয়ে আরও উন্নতি চান সাকিব