ব্যাটারদের ভুল, কিছু করার নেই ব্যাটিং কোচের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ পিএম, ২২ ডিসেম্বর ২০২২
ব্যাটারদের ভুল, কিছু করার নেই ব্যাটিং কোচের

উইকেটে থিতু হওয়ার পরই আউট। এমন রোগে ভুগছে বাংলাদেশের ব্যাটাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথমদিনে থিতু হওয়ার পরও বাংলাদেশের ছয় ব্যাটার আউট হয়েছেন বাজে শটে। ইনিংসটাও লম্বা করতে পারেননি।

ব্যাটারদের এমন কান্ড মেনে নিতে পারছেন না ব্যাটিং কোচ জেমি সিডন্সও। তিনি বলেন ‘৬-৭ মাস ধরেই এই ভুলগুলো নিয়ে কথা বলছি। অনেক অনুশীলন করেছি। কিন্তু ব্যাটার যখন ক্রিজে যায় একমাত্র তারাই শট নেয়, সেখানে আমি শট নিতে পারি না।’

ব্যাটারদের এমন মানসিকতা পরিবর্তন করার ক্ষমতা নেই কোচের। সিডন্স বলেন, ‘যখন কেউ ২৮ রান করে ফেলেছে তখন চিন্তা করা উচিত আমাকে এই কাজটা এগিয়ে নিতে হবে। আরও ২৮ রান করতে হবে। যখন আমি উইকেটে সেট হয়েছি তখন আমার উচিত ছয় ঘন্টা ব্যাট করা, আমরা এটা বলেছি ক্রিকেটারদের।’

তিনি বলেন, ‘প্রতিবারই ভুল হচ্ছে। সাকিব, লিটন-মিরাজ বাজে শটে আউট হয়েছে। আমি তখন কি করতে পারি? এটা হঠাৎ করে ঠিক করা আমার জায়গা থেকে কঠিন।’

একটা সময় ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকে ১৪ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ২২৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। ব্যাটিং কোচ মনে করছেন রানটা কমপক্ষে তিনশো হতে পারতো।

সিডন্স বলেন, ‘এই স্কোরটা কোনোভাবেই ভালো নয়। আমরা অন্তত ৩০০ করার মতো অবস্থায় ছিলাম। অবশ্যই ৩০০ করা উচিত ছিল। শেষ দিকে ১৪ রানে পাঁচ উইকেট হারিয়ে কক্ষচ্যুত হয়ে গেছি। এর মধ্যে তিনজন ভালো ব্যাটার আউট হয়েছে।’

তিনি বলেন, ‘এখন তো পরের দিন (আজ) ভারতকে দ্রুত আউট করার চেষ্টা করা ছাড়া উপায় নেই। যা সত্যিই কঠিন চ্যালেঞ্জ হবে।’
আলোক স্বল্পতার জন্য ছয় ওভার আগে প্রথম দিনের খেলা শেষ হয়েছে। ভারত কোনো উইকেট না হারিয়ে ১৯ রান তুলেছে। দশ উইকেট হাতে রেখে তারা এখনও ২০৮ রান পিছিয়ে।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের গুটিয়ে দিয়ে ২০৮ রানে পিছিয়ে ভারত

টাইগারদের গুটিয়ে দিয়ে ২০৮ রানে পিছিয়ে ভারত

বাংলাদেশকে টানছেন মুমিনুল

বাংলাদেশকে টানছেন মুমিনুল

কিউরেটর গামিনির রুমে কেন দ্রাবিড়?

কিউরেটর গামিনির রুমে কেন দ্রাবিড়?

মিরপুর টেস্টে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ

মিরপুর টেস্টে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ