মানকাড আউটে ‘স্বচ্ছতা’ আনলো এমসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩১ পিএম, ২১ জানুয়ারি ২০২৩
মানকাড আউটে ‘স্বচ্ছতা’ আনলো এমসিসি

‘মানকাড’ আউটে আরও স্বচ্ছতা আনলো ক্রিকেট আইনের অভিভাবক মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। নতুন আইনে বলা হয়েছে যে, বোলার যে মুহূর্তে বল ছাড়বেন বলে ধরা হয়, ওই মুহূর্তের আগে ব্যাটার যদি ক্রিজ ছেড়ে যান, তাহলে যেকোনো সময় তাকে রানআউট করা যাবে।

ক্রিকেটে ‘মানকাড’ আউট নিয়ে বেশ আগে থেকেই আলোচনা চলে আসছিল। সম্প্রতি বিগ ব্যাশের এক ঘটনায় বিষয়টি নিয়ে আবারও অস্পষ্টতা তৈরি হয়। এরপর বিষয়টি নিয়ে স্বচ্ছতা আনলো এমসিসি।

গত ৩ জানুয়ারি মেলবোর্ন ডার্বি লড়াইয়ে রেনেগেডসের ব্যাটসম্যান টম রজার্সকে ‘মানকাড আউট’ করেন অ্যাডাম জ্যাম্পা। মাঠ আম্পায়ার প্রথমে আউট দিলেও রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার তা বাতিল করেন। ওই বিষয় নিয়ে তৈরি হয় বিতর্ক।

ঘটনাটির পরপরই এমসিসি জানায়, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল। কারণ হিসেবে জানানো হয়, বোলার ‘ডেলিভারির পয়েন্টে’ পৌঁছানোর আগে নন-স্ট্রাইক ব্যাটসম্যান ক্রিজ ত্যাগ করলে তাকে আউট করা যাবে। তবে জ্যাম্পা সে সময়ে ‘ডেলিভারি পয়েন্ট’ পেরিয়ে গিয়েছিলেন, যার কারণে রজার্স আউট হননি বলে সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এই ‘মানকাড’ আইনের ধারায় কিছু পরিবর্তন আনার কথা জানায় এমসিসি। পরে ওই দিন থেকেই তা কার্যকর করা হয়। মূলত আইন নয়, ‘আইনের অর্থের বস্তুগত পরিবর্তন’ বলে বলা হচ্ছে।

এমসিসি বলে, “এই আইন খেলোয়াড় ও আম্পায়ারদের কাছে আগে থেকেই পরিষ্কার। তবে কিছু শব্দগত কারণে কিছু অস্পষ্টতা তৈরি হতে পারে। এমসিসি তাই আরও স্পষ্টতা প্রদানের জন্য আইনের ৩৮.৩ ধারায় শব্দে পরিবর্তন এনেছে।”

এমসিসির নতুন আইনে বলা হয়, “যে মুহূর্তে বোলার বল ছাড়বেন বলে ধরা হয়, ওই মুহূর্তের আগে যদি নন-স্ট্রাইকার ব্যাটার ক্রিজ ছেড়ে যান, তাহলে যেকোনো সময় তাকে রানআউট করা যাবে। এমনকি বোলার তার বোলিং অ্যাকশনের মধ্যে চলে গেলেও ব্যাটারকে আউট করা যাবে।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

এইচপি ও বাংলাদেশ টাইগারস নিয়ে কাজ করবেন ডেভিড মুর

এইচপি ও বাংলাদেশ টাইগারস নিয়ে কাজ করবেন ডেভিড মুর

ক্রিকেট এখন ব্যাটারদের খেলা!

ক্রিকেট এখন ব্যাটারদের খেলা!

ডকট্রোভ: ফুটবল রেফারিং করা ডোমিনিকান ক্রিকেট আম্পায়ার

ডকট্রোভ: ফুটবল রেফারিং করা ডোমিনিকান ক্রিকেট আম্পায়ার

ম্যাচ পরিচালনায় নিরপেক্ষ আম্পায়ারে ফিরলো আইসিসি

ম্যাচ পরিচালনায় নিরপেক্ষ আম্পায়ারে ফিরলো আইসিসি