সোসিয়েদাদকে হারিয়ে সেমিফাইনালে বার্সালোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৬ জানুয়ারি ২০২৩
সোসিয়েদাদকে হারিয়ে সেমিফাইনালে বার্সালোনা

ম্যাচের শুরুতে দশজনের দলে পরিণত হয়ে যায় রিয়েল সোসিয়েদাদ। তারপরও বার্সেলোনা একাধিক গোল দিতে পারেনি। উসমান দেম্বেলার দেয়া একমাত্র গোলেই জিতেছে বার্সা। এই জয়ে কোপা দেল রে'র সেমিফাইনালে উঠে গেল কাতালানরা।

ক্যাম্প ন্যুয়ে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালে দাপট দেখিয়ে খেললেও বার্সার জয় ১-০ গোলে। একমাত্র গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড দেম্বেলা।

ল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য বিস্তার করেছে বার্সেলোনা । এর মাধ্যেই ৪০তম মিনিটে সের্গিও বুসকেটসেকে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস।

দুই অর্ধেই অনেকগুলো সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটে জে কৌল্ডের পাস থেকে পাওয়া বল জালে জড়ান দেম্বেলা। সব মিলে ১৯টি শট গোলবারে মারে বার্সা। এর ছয়টি ছিল লক্ষ্যে।

৭৪ ভাগ বল দখল করে খেলেছে তারা। রিয়েল সোসিয়েদাদ গোলবারে শট মাতে পেরেছিল সাতটি। তার দুটি ছিল লক্ষ্যের দিকে। এই ম্যাচে দু'দলের খেলোয়াড়দের ফাউল হয়েে মোট ২২টি।

লা লিগাতেও শীর্ষে রয়েছে বার্সেলোনা। বেশ ছন্দে রয়েছে তারা। সব প্রতিযোগিতামূলক ম্যাচ মিলে টানা নয় ম্যাচে অপরাজিত রয়েছে বার্সা।


স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

২০ বছরের আর্জেন্টাইন তরুণকে দলে নিল ম্যানসিটি

২০ বছরের আর্জেন্টাইন তরুণকে দলে নিল ম্যানসিটি

সেমিতে মুখোমুখি নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়া ও স্পেন-ইতালি

সেমিতে মুখোমুখি নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়া ও স্পেন-ইতালি

পর্তুগালের সাবেক কোচ সান্তোস এখন পোল্যান্ডের

পর্তুগালের সাবেক কোচ সান্তোস এখন পোল্যান্ডের

‌ফুটবলের রাতে সব বড় দলের জয়

‌ফুটবলের রাতে সব বড় দলের জয়