ডিআরএস কোম্পানির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত বিসিবির চুক্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ডিআরএস কোম্পানির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত বিসিবির চুক্তি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু থেকে ডিআরএস না থাকায় অনেক সমালোচনা শুনতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তাদের। তবে এবার স্থায়ী সমাধানের তথ্য জানালেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, ইংল্যান্ড সিরিজ তো বটেই, ২০২৭ সাল পর্যন্ত ঘরের মাঠের সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে থাকবে ডিআরএস।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে সোমবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুরে টাইটেল স্পনসর ঘোষণা করার কথা ছিল। তবে স্পনসর প্রতিষ্ঠানের কর্মকর্তারা না আসায় সেটি একদিন পিছিয়ে দেওয়া হয়।

সেখানে ডিআরএস নিয়ে এক প্রশ্নের জবাবে নিজামউদ্দিন চৌধুরী বলেন, “আমরা লং টার্মে যাচ্ছি। সরাসরি যারা ডিআরএস সার্ভিসটা দিয়ে থাকে তাদের সঙ্গে লং টার্ম চুক্তি করেছি, ২০২৭ পর্যন্ত। বাংলাদেশে যেসব আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট (বিপিএল) হবে, সেখানে এখন থেকে সব সময় ডিআরএস থাকবে।”

তিনি বলেন, “ডিআরএস হচ্ছে আমাদের প্রোডাক্টশনের একটা অংশ। আগে যখন ডিআরএস ছিল না তখন কিন্তু আইসিসি ইভেন্টও হয়েছে। কিন্তু এ প্রযুক্তি আসার পর আইসিসি ডিআরএস-কে সব আইসিসি ইভেন্টের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে।”

বিসিবির সিইও বলেন, “ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল ডিআরএস রাখার। আমরা চেষ্টা করেছিলাম ডিআরএস আমাদের প্রোডাক্টশন টিমের হাতে দিয়েছিলাম। এ জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা দীর্ঘ মেয়াদে যাচ্ছি। সরাসরি যারা ডিআরএস সার্ভিস দিয়ে থাকে, তাদের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করেছি, ২০২৭ সাল পর্যন্ত।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

সকালে বিমানবন্দরে নেমে দুপুরেই মিরপুরে অনুশীলনে সাকিব

সকালে বিমানবন্দরে নেমে দুপুরেই মিরপুরে অনুশীলনে সাকিব

অনলাইন টিকিট নিয়ে সুসংবাদ দিলেন বিসিবি’র সিইও

অনলাইন টিকিট নিয়ে সুসংবাদ দিলেন বিসিবি’র সিইও

২’শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

২’শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

যখনই দল ভালো না খেলে তখনই ‘গ্রুপিং টার্ম’ ব্যবহার করা হয় : তামিম ইকবাল

যখনই দল ভালো না খেলে তখনই ‘গ্রুপিং টার্ম’ ব্যবহার করা হয় : তামিম ইকবাল