মাহমুদউল্লাহ শেষ নয়, এখনও পরিকল্পনায় আছে : হাথুরুসিংহে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৭ মার্চ ২০২৩

টেস্ট থেকে অবসর নেওয়া অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে টি-টোয়ন্টিতে খেলানো হচ্ছে না। তিন ফরম্যাটের মধ্যে মাত্র এক ফরম্যাটে চুক্তিবদ্ধ থাকা এ ক্রিকেটাকের সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলে নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে যে, তাহলে কি ওয়ানডে ফরম্যাট থেকেও কার্যত বিদায় ঘটলো রিয়াদের।

টাইগারদের নির্বাচকদের পর এবার একই প্রশ্নের উত্তর দিতে হলো প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও। কারণ, হাথুরুর দীর্ঘ মেয়াদের পরিকল্পনার প্রথম দল ঘোষণাতেই বাদ পড়েছেন রিয়াদ।

ইংল্যান্ডের বিপক্ষে সফল একটি সিরিজ শেষে শনিবার (১৮ মার্চ) থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে শুক্রবার (১৭ মার্চ) সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন প্রধান কোচ হাথুরুসিংহে।

সেখানে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার নিয়ে এক প্রশ্নে জবাবে হাথুরু জানান, বদলি কোন খেলোয়াড় ভালো পারফর্ম করলেই মাহমুদউল্লাহ রিয়াদ শেষ (ক্যারিয়ার) বিষয়টি এমন নয়। রিয়াদ এখনও বাংলাদেশ ক্রিকেটের পরিকল্পনায় রয়েছেন।

টাইগার কোচ বলেন, “রিয়াদ (মাহমুদউল্লাহ) যথেষ্ট করেছে। সে অনেক অভিজ্ঞ। আমরা জানি সে কী করতে পারে। তবে আমরা চাই আরও কিছু খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে উঠে আসুক। তার মানে এই নয় যে, ওই লোকটা ভালো পারফর্ম করলে মাহমুদউল্লাহ শেষ। তিনি (মাহমুদউল্লাহ) এখনও আমাদের পরিকল্পনায় আছেন।”

হাধুরুসিংহে বলেন, “বিশ্বকাপের আগে খেলোয়াড়দের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি। বিশ্বকাপের কাছাকাছি সময়ে কিছু ঘটলে যেন পর্যাপ্ত খেলোয়াড় পাই। যারা ভূমিকা পালন করতে পারে।”

তিনি আরও বলেন, “বিশ্বকাপের আগে মাত্র ১৫টি ম্যাচ বাকি রয়েছে, এ সময়ে মধ্যে সেই সব খেলোয়াড় নির্বাচনে আমরা তাড়াহুড়ো করছি। আমরা এমন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা করছি যেন সে সেই ভূমিকাটা করতে পারবে। রিয়াদ (মাহমুদউল্লাহ রিয়াদ) এখনো সেই দলের মধ্যেই রয়েছে।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

অন্যদের পরীক্ষা করতেই ‘বিশ্রামে’ মাহমুদউল্লাহ : হাবিবুল বাশার

অন্যদের পরীক্ষা করতেই ‘বিশ্রামে’ মাহমুদউল্লাহ : হাবিবুল বাশার

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মাহমুদউল্লাহ রিয়াদ

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মাহমুদউল্লাহ রিয়াদ

‘দলে কেউই ‌অটো চয়েজ না’

‘দলে কেউই ‌অটো চয়েজ না’

কেন্দ্রীয় চুক্তির তিন ফরম্যাটে চারজন, মাহমুদউল্লাহ শুধু ওয়ানডেতে

কেন্দ্রীয় চুক্তির তিন ফরম্যাটে চারজন, মাহমুদউল্লাহ শুধু ওয়ানডেতে