‘দলে কেউই ‌অটো চয়েজ না’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২১ পিএম, ০৩ মার্চ ২০২৩
‘দলে কেউই ‌অটো চয়েজ না’

মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে নেই আগের মতো ধার। আগের ম্যাচেও উইকেট পাননি এ্ই বাঁ-হাতি পেসার। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ৬৩ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। মাহমুদউল্লাহ দুটি ম্যাচেই ইনিংসে ভালো শুরু করে লম্বা করতে পারেননি।

ফিল্ডিংয়েও বেশ মিস করেছেন। ভালো না করলেও তারা এখনও দলের নিয়মিত একাদশে সুযোগ পেয়ে যাবে কিনা? এমন প্রশ্ন অনেকেরই। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, পারফর্ম না করলে তিনিও একাদশে থাকবেন না।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যা একটু লড়াই করেছিল। হেরেছিল তিন উইকেটে। তবে দ্বিতীয় ওয়ানডেতে হতাশ করেছে দুই বিভাগই। বোলার ছিলেন নির্বিষ। ব্যাটাররা ছিলেন নখদ্বন্তহীন।

বিশাল সংগ্রহে বাংলাদেশের হার ১৩২ রানে। টানা সাতটি সিরিজ জয়ের পর ঘরের মাটিতে সিরিজ হারলো বাংলাদেশ। সর্বশেষবারও এই ইংল্যান্ডের কাছে হেরেছি সাকিবরা।

তামিম বলেন, ‘‘ব্যাটার জলদি আউট হতে পারে এটা ম্যাচের অংশ। কিন্তু যখন ৩০-৪০ করে ফেলবে ইনিংসের শুরু পাবে তখন সেটা বড় করা উচিত। যেটা ইংল্যান্ডের ব্যাটাররা করেছে।"

তিনি বলেন, ‘‘তাদের জেসন এই ম্যাচে করেছে ১৩২, আগের ম্যাচে একজন সেঞ্চুরি করেছে এ জিনিসটা আমাদের দুর্বলতা আছে। ইনিংস লম্বা করতে না পারা। ইনিংস শুরু করে সেটা বড় করতে হয় যেটা আমরা পারি না।"

এদিকে সিনিয়রদের নিয়ে মাঝে মধ্যেই কথা উঠছে। মোস্তাফিজুর রহমানকে সরাসরি পছন্দ হওয়া নিয়েও প্রশ্ন উঠছে।

তামিম জানালেন, ‘‘অটো চয়েজ বলে কিছু নেই। আমি অধিনায়ক হতে পারি কিন্তু সরাসরি পছন্দের নই। নিয়মিত পারফরম্যান্স করলে আমিও দলে থাকব না। কোন ক্রিকেটারই সবসময় এক অবস্থায় যাবে না।"

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬মার্চ। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

শততম ম্যাচে দুইশও ছুঁতে পারলো না বাংলাদেশ, সিরিজ হার

শততম ম্যাচে দুইশও ছুঁতে পারলো না বাংলাদেশ, সিরিজ হার

সাঁতারের মানোন্নয়নে বাংলাদেশকে সহায়তা দেবে বিশ্ব সাঁতার সংস্থা

সাঁতারের মানোন্নয়নে বাংলাদেশকে সহায়তা দেবে বিশ্ব সাঁতার সংস্থা

বার্সার অনূর্ধ্ব-১৯ দলে রোনালদিনহোর ছেলে

বার্সার অনূর্ধ্ব-১৯ দলে রোনালদিনহোর ছেলে

বাংলাদেশকে ৩২৭ রানের লক্ষ্য দিলো ইংল্যান্ড

বাংলাদেশকে ৩২৭ রানের লক্ষ্য দিলো ইংল্যান্ড