পিসিবির দায়িত্ব যেতে পারে ওয়াসিম আকরামের হাতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৮ জুলাই ২০১৮
পিসিবির দায়িত্ব যেতে পারে ওয়াসিম আকরামের হাতে

কিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইমরান খান। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বেশি আসন লাভ করায় দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া এখন সময়ের ব্যপার মাত্র।

দীর্ঘ দিন পর পাকিস্তানের নতুন নেতা নির্বাচিত হওয়ায় স্বাভবিকভাবে দেশের বিভিন্ন ‘গভর্নিং বডিতে’ বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করছে রাজনৈতিকরা। অনেক সংস্থার ন্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি) পরিবর্তন আসবে বলা হচ্ছে।

স্বাভাবিকভাবেই পিসিবির প্রধান পৃষ্ঠপোষক হবেন দেশের প্রধানমন্ত্রী এবং ইমরান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদেও কিছু পরিবর্তন আনবেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সত্য হলে বর্তমান পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠির স্থলাভিষিক্ত হবেন ওয়াসিম আকরাম।

ইমরানের এক পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় স্পোর্টস মিরচি এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটিতে বলা হয়, ‘হ্যাঁ, পিসিবির পরবর্তী চেয়ারম্যান হিসেবে ওয়াসিম সবচেয়ে এগিয়ে। পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলার সময় থেকেই দু’জনের (ইমরান খান ও ওয়াসিম আকরাম) মধ্যে সম্পর্ক রয়েছে এবং এখন উভয়েই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত।’

এদিকে জয় নিশ্চিত হওয়ার পরক্ষণেই ইমরান খানের বাসায় গিয়ে অভিনন্দন জানিয়েছেন ওয়াসিম আকরাম। অতীতে পিসিবির কাজের সমালোচনাও করেছেন তিনি।

তবে পিসিবি চেয়ারম্যান হিসেবে ফেবারিটের তালিকায় আছেন রমিজ রাজাও। ইতোপূর্বে পিসিবির প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন রাজা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট বিশ্বের অভিনন্দনে ইমরান খান

ক্রিকেট বিশ্বের অভিনন্দনে ইমরান খান

ছয় বছর পর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

ছয় বছর পর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

অনুষ্কা কাছ থেকে দূরে থাকতে হবে কোহলিকে

অনুষ্কা কাছ থেকে দূরে থাকতে হবে কোহলিকে

আবারও ভক্তকে গালিগালাজ, কাঠগড়ায় সাব্বির

আবারও ভক্তকে গালিগালাজ, কাঠগড়ায় সাব্বির