চার মাস অদলবদল কোচিং স্টাফে খেলবে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৩ আগস্ট ২০২৩
চার মাস অদলবদল কোচিং স্টাফে খেলবে নিউজিল্যান্ড

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে শুরু হতে যাওযা ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে যোগ দিবেন দেশটির সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। এছাড়া আরও যুক্ত হবেন ইংল্যান্ডের ইয়ান বেল-জেমস ফস্টার ও পাকিস্তানের সাকলাইন মুশতাক। বিশ্বকাপ উপলক্ষে চার মাস কোচিং স্টাফদের অদলবদল করে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে নিউজিল্যান্ড।

ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোচিং অভিজ্ঞতা থেকে ফ্লেমিং-ফস্টারকে নিয়েছে নিউজিল্যান্ড। আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংসের কোচ হিসেবে পাঁচবার শিরোপা জয়ের রেকর্ড আছে ফ্লেমিংয়ের।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সাথে কাজ করেছিলেন তিনি। বর্তমানে দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ফ্লেমিং।

সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে যোগ দিবেন তিনি। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ।

ফ্লেমিংয়ের বিষয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন, “আমি মনে করি, খেলোয়াড় ও স্টাফদের জন্য দুর্দান্ত বোঝাপড়া হবে ফ্লেমিংয়ের। প্রতিযোগিতার শুরু থেকেই সেখানে (ভারত) যুক্ত থেকে এবং আইপিএল কোচিং করিয়ে অনেক জ্ঞান অর্জন করেছেন তিনি। তাই আমরা যেখানে খেলতে যাচ্ছি, সেখানেই কোচিং অভিজ্ঞতা আছে তার। যা আমাদের জন্য উপকারী হবে।”

আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে ফিল্ডিং ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন ফস্টার। এছাড়াও পিএসএল, সিপিএল, বিপিএল, বিবিএল ও আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও কোচিংয়ের সাথে জড়িত ছিলেন তিনি।

২০১৮ সালে আমিরাত সফরে নিউজিল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন ফস্টার। আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সহকারী কোচ হিসেবে এবং বিশ্বকাপেও নিউজিল্যান্ডের কোচিং স্টাফ দলে থাকবেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বেল। এছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ব্যাটিং কোচ লুক রঞ্চির জায়গায় দায়িত্ব পালন করবেন তিনি।

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে প্রধান কোচ হিসেবে নিউজিল্যান্ডের দায়িত্ব পালন করবেন রঞ্চি। কারণ ওই সময়ে বিশ্রামে থাকবেন প্রধান কোচ স্টেড।

এছাড়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রঞ্চির সহকারী হিসেবে বেল ও বোলিং কোচ হিসেবে থাকবেন শেন জার্গেনসেন। বর্তমানে দ্য হান্ড্রেডে বার্মিংহ্যাম ফিনিক্স দলের সহকারী কোচের দায়িত্বে আছেন বেল।

বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ওই সিরিজে বিশ্রামে থাকবেন স্টেড। সেই সফরে দলের সাথে যুক্ত হবেন সাকলাইন। গত এপ্রিলে পাকিস্তান সফরে সাদা বলে দলের সাথে কাজ করেছিলেন তিনি।


শেয়ার করুন :