লিটনের বিরুদ্ধে সাংবাদিকদের বাঁধা দেওয়ার অভিযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৩
লিটনের বিরুদ্ধে সাংবাদিকদের বাঁধা দেওয়ার অভিযোগ

বিশ্বকাপে নিজেদের খেলা তিন ম্যাচের মধ্যে দুটিতেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। প্রথম ম্যাচে ১৩ রানের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছে ওপেনার লিটন।

বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারা লিটন দাসের বিরুদ্ধে এবার সাংবাদিকদের বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের পুনে টিম হোটেলে সামনে উপস্থিত সাংবাদিকদের কাজে বাঁধা দিয়েছেন তিনি। হোটেলের নিরাপত্তা কর্মীদের দিয়ে সাংবাদিকদের সরিয়ে দেওয়া হয়েছে।

স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন পুনেতে অবস্থান করছে। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অঘোষিত ছুটিতে রয়েছেন টাইগাররা। কারণ, রোববার ও সোমবারের অনুশীলন বাতিল করা হয়েছে।

রোববার পুনেতে টিম হোটের সামনে বাংলাদেশ থেকে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা উপস্থিত হয়েছিলেন খবর সংগ্রহে। তবে হোটেল থেকে দুপরে বের হওয়ার সময় সাংবাদিকদের দেখে উপস্থিত সিকিউরিটি গার্ডকে ডেকে নানা প্রশ্ন করেন লিটন।

লিটন দাস সিকিউরিটি গার্ডকে ডেকে জিজ্ঞাসা করেন, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’

এর কিছুক্ষণ পরেই উপস্থিত বাংলাদেশের সাংবাদিকদের সরে যেতে বলেন হোটেলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। সে সময় সিকিউরিটি গার্ডরা জানান, আপনাদের এখন বেরিয়ে যেতে হবে। আমরা দুঃখিত, আপনাদের একজন খেলোয়াড় অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হচ্ছে।

লিটন দাসের এমন আচরণ নিয়ে উপস্থিত সংবাদ কর্মীরা হতবাগ হয়ে যান। লজ্জাজনক পরিস্থিতি থেকে সরে চলে যান বাংলাদেশ থেকে ভারতের বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকরা।

বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।

বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছে টিম টাইগাররা। তিন ম্যাচ শেষে বাংলাদেশের সামনে এখন স্বাগতিক ইন্ডিয়া।


শেয়ার করুন :