ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা, লক্ষ্য তাড়া করেও জয়ের আশা বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৩
ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা, লক্ষ্য তাড়া করেও জয়ের আশা বাংলাদেশের

বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রথমে বোলিং করলেও দক্ষিণ আফ্রিকাকে আটকে রেখে লক্ষ্য তাড়া করেও জয়ের আশা করছেন সাকিব আল হাসান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) চলমান বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। ম্যাচটি দুটি দলের পঞ্চম ম্যাচ। যেখানে তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বেশ এগিয়ে রয়েেছে প্রোটিয়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে ফিরেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিনি। সাকিব একাদশে ফেরায় তাওহিদ হৃদয়কে একাদশের বাইরে রাখা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, রিজা হেন্ডরিকস। রাসি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কুটসিয়া, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লিজাড উইলিয়ামস।


শেয়ার করুন :