ঢাকায় ফিরে মিরপুরে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০০ পিএম, ২৫ অক্টোবর ২০২৩
ঢাকায় ফিরে মিরপুরে সাকিব

বিশ্বকাপে বল কিংবা ব্যাট হাতে ভালো যাচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের। শুধু সাকিব নয়, পুরো দলের অবস্থায় ভালো নয়। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হেরে গেছে বাংলাদেশ। এর মাঝে দলের সাথে কলকাতায় না গিয়ে ঢাকায় ফিরেছেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর পুরো দল মুম্বাই থেকে কলকাতার বিমান ধরলেও সাকিব ধরেন ঢাকার বিমান। বুধবার (২৫ অক্টোবর) ঢাকায় ফিরে মিরপুরে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে অনুশীলন করেছেন তিনি।

কলকাতায় ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলবে বাংলাদেশ। জানা গেছে, তার আগে জানা গেছে, ২৭ অক্টোবর দলের সাথে যোগ দেবেন সাকিব। মাঝের সময় মিরপুরেই নিজে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাবেন টাইগার অধিনায়ক।

বিশ্বকাপে চার ম্যাচে সাকিবের মোট রার ৫৬। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস রয়েছে তার। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারা সাকিব আল হাসান বল হাতেও প্রতিপক্ষ ব্যাটারদের ভয়ের কারণ হয়ে উঠতে পারছেন না। এখন পর্যন্ত শিকার করেছেন ৬টি উইকেট।

এছাড়া বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলা বাংলাদেশ মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন পূরণে লিগ পর্বে বাকি থাকা চারটি ম্যাচই এখন বাংলাদেশের জন্য ফাইনাল।



শেয়ার করুন :