কোহলির সেঞ্চুরিতে রানপাহাড়ে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪০ পিএম, ২১ আগস্ট ২০১৮
কোহলির সেঞ্চুরিতে রানপাহাড়ে ভারত

এজবাস্টনে প্রথম টেস্টে জয়ের কাছাকাছি পৌঁছেও শেষরক্ষা হয়নি৷ বিরাট স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের৷ কিন্তু ট্রেন্ট ব্রিজে টেস্ট জয়ের সুবর্ণ সুযোগ বিরাটদের সামনে৷ রুটবাহিনীর সামনে ৫২১ রানের টার্গেট রাখল ভারত৷

প্রথম ইনিংসে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরিটা মাঠে রেখে এসেছিলেন৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন অধিনায়ক কোহলি৷ অধিনায়কের ব্যাটে ভর করে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে ভারত৷ প্রথম দু’টি টেস্ট হেরে পাঁচ ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে থেকে ট্রেন্ট ব্রিজে নেমেছে টিম ইন্ডিয়া৷

প্রথম দু’টি টেস্টে বিশ্বের এক নম্বর টেস্ট দলের ব্যাটিং ব্যর্থ হলেও তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় টিম কোহলি৷ ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন বিরাট৷ প্রথম ইনিংসে ৩২৯ রানের পর দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে ৩৫২ রানে ইনিংস ঘোষণা করে ভারত৷

এজবাস্টনের পর ট্রেন্ট ব্রিজে তিন অংকের রানে পৌঁছান বিরাট কোহলি৷ চলতি সিরিজে দু’টি সেঞ্চুরি এল বিরাটের ব্যাট থেকে৷ এদিন ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরি করে গ্যালারিতে স্ত্রী আনুশকার বিরুদ্ধে ব্যাটিং কিস ছুঁড়ে দেন কোহলি৷ এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে ২৩তম শতরানের মালিক হলেন বিরাট৷ এর মধ্যে বিদেশের মাটিতে ১৩টি৷ আর অধিনায়ক হিসেবে ১৬টি শতরানের মালিক হলেন কোহলি৷

ইংল্যান্ডের বিরুদ্ধে এটি পঞ্চম টেস্ট শতরান বিরাটের৷ আর ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয়৷ এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরির পর লর্ডসে দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলেও ট্রেন্ট ব্রিজে ফের স্বমহিমায় ভারত অধিনায়ক৷ প্রথম ইনিংসে ব্যক্তিগত ৯৭ রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন বিরাট৷ সেঞ্চুরির পরেই ক্রিস ওয়কসের বলে এলবিডব্লিউ হয়ে ১০৩ রানে সাজঘরে ফেরেন বিরাট৷

প্রথম ইনিংসে বিরাটকে সঙ্গ দিয়েছিলেন অজিঙ্ক রাহানে৷ চতুর্থ উইকেটে তাদের সেঞ্চুরি পার্টনারশিপ থেকে আসে ১৫৯ রান। যার ফলেই তিনশ রানের গণ্ডি টপকায় ভারত৷ আর দ্বিতীয় ইনিংসে বিরাটকে সঙ্গ দেন চেতেশ্বর পূজারা৷ তৃতীয় উইকেটে ১১৩ রানের পার্টনারশিপ গড়ে কোহলি-পূজারা জুটি৷ ব্যক্তিগত ৭২ রানে প্যাভিলিয়নে ফিরেছেন পূজারা৷ এছাড়া শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ো হাফ-সেঞ্চুরি৷ ৫২ বলে ৫২ রানে অপরাজিত থাকেন পান্ডিয়া৷

এর আগে ইংল্যান্ডের মাটিতে নজির গড়েছেন অধিনায়ক বিরাট৷ অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বাধিক রান করে টপকে গিয়েছেন সৌরভ গাঙ্গুলি ও মোহম্মদ আজহারউদ্দিনকে৷ প্রথম ইনিংসে ১৬৮ রানে এগিয়ে থাকার সুবিধা নিয়ে তৃতীয় টেস্টে চালকের আসনে টিম কোহলি৷ রুটদের সামনে ৫২১ রানে বিশাল টার্গেট দিয়েছে তারা৷ হাতে দু’দিন সময় বিরাটদের৷ সোমবার তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ২৩ রান তুলেছে ইংল্যান্ড৷ এখনও ৪৯৮ রানে পিছিয়ে ইংল্যান্ড৷ দিনের শেষে অ্যালেস্টার কুক ৯ এবং কিয়েটন জেনিংস ১৩ রানে অপরাজিত আছেন৷


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন জামশেদ

ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন জামশেদ

অস্ট্রেলিয়া দলে স্মিথ-ওয়ার্নারকে ‘নিদারুনভাবে প্রয়োজন’

অস্ট্রেলিয়া দলে স্মিথ-ওয়ার্নারকে ‘নিদারুনভাবে প্রয়োজন’