মিরাজ-হেটমায়ারের মুখোমুখিতে ব্যবধান ৫-০

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮
মিরাজ-হেটমায়ারের মুখোমুখিতে ব্যবধান ৫-০

স্ট্রাইকে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের শিমরোন হেটমায়ারকে দেখলেই বড্ড বেশি জ্বলে উঠেন বাংলাদেশের ডান-হাতি অব-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ক্যারিবিয় দলের চলতি সফরে সেই প্রমাণই দিয়ে চলেছেন বাংলাদেশের মিরাজ। ঢাকায় প্রথম ওয়ানডে ম্যাচে হেটমায়ারকে আরও একবার আউট করলেন মিরাজ। চলতি সফরে এই নিয়ে পাঁচবার হেটমায়ারকে আউট করলেন মিরাজ।

টেস্ট সিরিজের চার ইনিংসেও হেটমায়ারকে আউট করেছিলেন মিরাজ। চট্টগ্রামের সিরিজের প্রথম ম্যাচে হেটমায়ারকে ৬৩ ও ২৭ রানে শিকার করেন মিরাজ। ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে হেটমায়ারকে ৩৯ ও ৯৩ রানে বিদায় দেন মিরাজ।

চার ইনিংসে হেটমায়ারকে শিকারের ধারাবাহিকতায় অব্যাহত রাখেন মিরাজ। সিরিজের প্রথম ওয়ানডেতে ঢাকায় হেটমায়ারকে নিজের শিকার বানান তিনি। ৬ রানে থাকা হেটমায়ারকে বোল্ড করেন মিরাজ।

অবশ্য হেটমায়ারকে আউট করার কৌশল জানা আছে মিরাজের। তাই হেটমায়ারকে আউট করা মিরাজের কাছে ‘হাতের মোয়া’। কি সেই রহস্য?

ঢাকায় দ্বিতীয় টেস্টে ১২ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের মর্যাদা পাওয়া মিরাজ ম্যাচ শেষে বলেছিলেন, ‘হেটমায়ারের বিপক্ষে আমি অনেক ম্যাচ খেলেছি। দু’টি যুব বিশ্বকাপে খেলেছি, এখন জাতীয় দলেও খেলছি। তার সম্পর্কে অনেক কিছুই আমার জানা। তাই তার বিপক্ষে পরিকল্পনা করা সহজ হয়েছে আমার জন্য।’


শেয়ার করুন :


আরও পড়ুন

হেসে খেলে জিতলো টাইগাররা

হেসে খেলে জিতলো টাইগাররা

ম্যাশের ২০০তম ম্যাচে দুর্দান্ত বোলিং

ম্যাশের ২০০তম ম্যাচে দুর্দান্ত বোলিং

অল্প রান মোকাবেলায় উইকেট হারানো নিয়ে যা বললেন মাশরাফি

অল্প রান মোকাবেলায় উইকেট হারানো নিয়ে যা বললেন মাশরাফি

ইমার্জিং কাপে সেমিতে বাংলাদেশ

ইমার্জিং কাপে সেমিতে বাংলাদেশ