জাতীয় দলে ডাক পেয়ে তাসকিনের ‘শুকরিয়া’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯
জাতীয় দলে ডাক পেয়ে তাসকিনের ‘শুকরিয়া’

ছবি: ফেসবুক

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। মূলত বিপিএলের কল্যাণেই দলে জায়গা ফিরে পায় তাসকিন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাসকিন আজ (বৃহস্পতিবার) তার ছেলে সন্তানের সাথে ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‌‌‌''আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'' হয়তো দীর্ঘ দিন পরে জাতীয় দলে ডাক পাওয়ার কারণে এমনটা তিনি লিখেছেন।

নিউজিল্যান্ড সফরে ৩ ওয়ানডে ও ৩ টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শুরুটা হবে ১৩ ফেব্রুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে। এর আগে বিপিএল শেষ করেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।

চলতি বিপিএলে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সিলেট সিক্সার্সের ডানহাতি পেসার তাসিকন। তাই হয়তো ওয়ানডে দলের পাশাপাশি তাসকিনকে রাখা হয়েছে টেস্ট দলেও।

তাসকিনকে কেন দলে ডাকা হলো? এবিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘তাসকিন অনেক দিন চোটে পড়ে মাঠের বাইরে ছিল। সে বিসিবির প্রোগ্রামেই ছিল। ওকে আমরা যথেষ্ট পরিচর্যা করেছি। বিপিএলেও সে যথেষ্ট ভালো করেছে। ওকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। যদি সে ওয়ানডেতে ভালো খেলে তবে সামনেও ওকে বিবেচনা করব।’

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, সাব্বির রহমান।

টেস্ট দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সাদমান, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

যেভাবে জাতীয় দলে ফিরলেন ‘নিষিদ্ধ’ সাব্বির

যেভাবে জাতীয় দলে ফিরলেন ‘নিষিদ্ধ’ সাব্বির

রাজশাহীকে হারিয়ে শীর্ষে চিটাগং

রাজশাহীকে হারিয়ে শীর্ষে চিটাগং

অপ্রতিরোধ্য কোহলিদের এবার নিউজিল্যান্ড বদ

অপ্রতিরোধ্য কোহলিদের এবার নিউজিল্যান্ড বদ