যেভাবে জাতীয় দলে ফিরলেন ‘নিষিদ্ধ’ সাব্বির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯
যেভাবে জাতীয় দলে ফিরলেন ‘নিষিদ্ধ’ সাব্বির

নিউজিল্যান্ড সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলে ফিরেছেন ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেসার তাসকিন আহমেদ। টেস্ট দলে সাব্বিরের নাম না থাকলেও আছেন তাসকিন। এছাড়া টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেলেন অফ-স্পিনার নাঈম হাসান।

বিসিবির ঘোষিত এই দলে তিনজনের নাম আসলেও সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাব্বির রহমানকে নিয়ে। কারণ তিনি শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত সেপ্টেম্বরে ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন, যা আগামী মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত বলবত থাকার কথা। তাহলে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কী করে খেলবে সাব্বির?

তবে সাব্বিরকে দলে ডাকার কারণ ও দোয়াশা বিসিবি নিজেই পরিষ্কার করেছে। গত বছরের সেপ্টেম্বরে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়া সাব্বিরকে নিউজিল্যান্ড সফরে দলে নিতে তার এক মাস নিষেজ্ঞাধা কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ তার আরও জাতীয় দলে ফিরতে বাধা নেই।

সাব্বিরের বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘সাব্বিরের দলে নেয়াটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের (মাশরাফি) পছন্দের। তাকে দলে নেয়ার ব্যপারে অধিনায়কের জোড়ালো দাবি ছিল। আসন্ন বিশ্বকাপ পরিকল্পনা এবং নিউজিল্যান্ডের সফরের কথা চিন্তা করেই তাকে নেয়া হয়েছে। অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী, তার ভালো করার বিষয়ে আশাবাদী আমি নিজেও।’

তবে ঘরোয়া আসরে ব্যাট হাতে খুব বেশি উজ্জ্বল ছিলেন না সাব্বির। এমনকি চলমান বিপিএলের প্রথম ছয় ম্যাচে ৫৬ রান করেন তিনি। রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট সিক্সার্সের হয়ে ৮৫ রানের দুর্দান্ত একটি ইনিংস রয়েছে তার। মূলত এটিই হয়তো তার ফেরার জন্য ভালো কজে দিয়েছে।+

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান।


শেয়ার করুন :


আরও পড়ুন

দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

ভুয়া আইডি খোলায় যুবককে ধরে থানায় নিলেন সাব্বির

ভুয়া আইডি খোলায় যুবককে ধরে থানায় নিলেন সাব্বির

চূড়ান্ত হলো সাব্বিরের নিষেধাজ্ঞার শাস্তি

চূড়ান্ত হলো সাব্বিরের নিষেধাজ্ঞার শাস্তি

আবারও ভক্তকে গালিগালাজ, কাঠগড়ায় সাব্বির

আবারও ভক্তকে গালিগালাজ, কাঠগড়ায় সাব্বির