অবসরের বার্তা দিলেন ক্রিস গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
অবসরের বার্তা দিলেন ক্রিস গেইল

ফাইল ছবি

অবসরের বার্তা দিলেন ওয়েস্ট ইন্ডিজের হার্ট হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল। আসন্ন আইসিসি বিশ্বকাপের পরেই ওয়ানডে থেকে তিনি অবসর নিবেন।

বোরবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের টুইটার এ্যাকাউন্টে বিষয়টি জানানো হয়। তবে সেখানে বিস্তারিত কোন কিছু এখনো জানানো হয়নি।

৩৯ বছর বয়সী এ ব্যাটসম্যান দীর্ঘদিন পর ইংল্যান্ডের বিপক্ষে ‍দুটি ওয়ানডে ম্যাচের জন্য ডাক পেয়েছে। মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই তাকে দলে নেওয়া হয়েছে।

গত বছরের জুলাইয়ের বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছিল গেইল। তবে পরে আর কোন সিরিজে জায়গা হয়নি তার।

আরও পড়ুন> গেইলকে উপহার দিলেন মাশরাফি

ক্রিস গেইল ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন। তিনি এখন পর্যন্ত ২৩ টি সেঞ্চুরি করেছেন। এছাড়া গেইল দেশটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যাক্তিগত রান করেছেন। তিনি ৯ হাজার ৭২৭ রান করেন। তবে ব্রায়ান লারা ১০ হাজার ৪০৫ রান করে এখনো তালিকায় প্রথমে রয়েছেন।

১৯৯৯ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে অভিষেক হয় ক্রিস গেইলের। এখন পর্যন্ত তিনি ১০৩টি টেস্ট, ২৮৪টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে সর্বমোট ৭ হাজার ২১৪, ওয়ানডেতে ৯ হাজার ৭২৭ এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ৬০৭ রান করেছেন।

বোলিংয়েও গেইল দুর্দান্ত অবদান রেখেছেন। এখন পর্যন্ত তিনি টেস্টে ৭৩, ওয়ানডেতে ১৬৫ এবং টি-টোয়েন্টিতে ১৭টি উইকেট নিয়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

গেইলকে উপহার দিলেন মাশরাফি

গেইলকে উপহার দিলেন মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ফিরলেন গেইল-লুইস

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ফিরলেন গেইল-লুইস

কাশ্মীরে হামলার ঘটনায় পিএসএলের সম্প্রচার বন্ধ

কাশ্মীরে হামলার ঘটনায় পিএসএলের সম্প্রচার বন্ধ

ইংল্যান্ডকে টেস্টে হোয়াটওয়াশের সুবর্ণ সুযোগ টাইগার যুবাদের

ইংল্যান্ডকে টেস্টে হোয়াটওয়াশের সুবর্ণ সুযোগ টাইগার যুবাদের