ফলোঅান কাটাতে মরিয়া জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭
ফলোঅান কাটাতে মরিয়া জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বক্সিং ডে টেস্টের মধ্য দিয়ে শুরু হয়েছে চারদিনের টেস্ট। আর প্রথম দিনেই ফলোঅনের শঙ্কা পড়েছে সফরকারী জিম্বাবুয়ে। ৯ উইকেটে ৩০৯ রানে ইনিংস ঘোষণার পর জিম্বাবুয়েকে প্রায় কাবু করে ফেলেছে প্রোটিয়া পেসাররা। ৩০ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট!

যদিও সেন্ট জর্জেস পার্কে শুরুতে মনে হয়েছিল ব্যাটিং স্বর্গে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্যাট করে প্রথম দুই সেশনে ৪ উইকেটের বিনিময়ে আসে ২৫১ রান। তবে তৃতীয় সেশনে লুকিয়ে ছিল টেস্টের আসল রোমাঞ্চ। ৮৮ রানে সাজঘরে ফেরে ৯জন! এর মাঝে ৯ উইকেটে ৩০৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রাম এবারও ছিলেন দায়িত্বশীল। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে বিদায় নিয়েছেন ১২৫ রানে।

মারক্রামের এই দায়িত্বশীল ইনিংসই দুই সেশনে বুক চিতিয়ে লড়াই করার রসদ পায় প্রোটিয়ারা। বাকিরা সেভাবে থিতু হতে পারেননি ক্রিজে। এবি ডি ভিলিয়ার্স ফিরলেও ৫৩ রানের বেশি করতে পারেননি।

জবাবে খেলতে নেমে মর্নে মরকেলের বিধ্বংসী বোলিংয়ে শেষ সেশনে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। শুরুর ওভারেই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে এলবিডাব্লিউ করান মরকেল। একে একে ১৪ রানে বিদায় নেন বাকি তিনজন। ক্রিজে আছেন কাইল জার্ভিস (৪) ও রায়ান বার্ল (১৫)। মরকেল ৭ ওভারে ২০ রান দিয়ে একাই নেন ৩ উইকেট। একটি নেন ভারনন ফিল্যান্ডার। ফলোঅন এড়াতে ১৬০ রান তুলতে হবে সফরকারী জিম্বাবুয়েকে।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব-মুশফিককে নিয়ে গার্ডিয়ানের বর্ষসেরা একাদশ

সাকিব-মুশফিককে নিয়ে গার্ডিয়ানের বর্ষসেরা একাদশ

বোলিং নিয়ে আশাবাদী সরফরাজ

বোলিং নিয়ে আশাবাদী সরফরাজ

কোহলির সম্পর্কে ডি ভিলিয়ার্সে সতর্কতা

কোহলির সম্পর্কে ডি ভিলিয়ার্সে সতর্কতা

সুইজারল্যান্ডের বরফে ক্রিকেট খেলবে বিশ্ব তারকারা

সুইজারল্যান্ডের বরফে ক্রিকেট খেলবে বিশ্ব তারকারা