হামলার মাত্র ৫০ গজ দূরে ছিল বাংলাদেশ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২২ পিএম, ১৫ মার্চ ২০১৯
হামলার মাত্র ৫০ গজ দূরে ছিল বাংলাদেশ দল

বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট বলেছেন, সত্যি আমরা ভাগ্যবান। আমরা মসজিদের খুব কাছে ছিলাম। বাংলাদেশ দল ওই মসজিদের মাত্র ৫০ গজ দূরে ছিল।

নিউজিল্যান্ডে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সেন্ট্রাল ক্রাইস্টচার্চের ডিনস ইভে মসজিদ আল নূরে হামলা চারিয়েছে বন্দুকধারীরা। ওই হামলায় এখন পর্যন্ত ২৭ জনের নিহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার আক্রান্ত ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন বাংলাদেশ দলের তামিম-মিরাজসহ বেশ কয়েকজন ক্রিকেটার। অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ পাইলটের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে তিনি ওই সময়ের অবস্থা তুলে ধরেছেন।

দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানিয়েছেন, আমরা যখন নামাজে যাচ্ছিলাম তখন মসজিদটা দেখতে পাচ্ছিলাম। তো আরেকটু আগে গেলেই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেত। আমরা খুবই লাকি যে, আর যদি ৩-৪ মিনিট আগে চলে আসতাম, মসজিদের ভেতরে থাকতাম বড় ধরনের ঘটনা ঘটে যেত।

তিনি বলেন, বাসটিতে আমরা ১৬-১৭ জন ছিলাম, সৌম্যও ছিল। হোটেরে মাত্র ২ জন ছিল, বাকি সবাই বাসে নামাজ পড়তে যাচ্ছিলাম। আমরা খুবই লাকি। আমি শুকরিয়া আদায় করবো যে আমরা ভেতরে ছিলাম না। আমরা বাইরে থেকে দেখছি যে, মুভিতে দেখলে যেমন হয় আমরা বাস থেকে দেখছি যে মানুষজন রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসেছে, বেশ কিছু মানুষ বেরিয়ে আসতে পেরেছে।

পাইলট বলেন, প্রায় ৮-১০ মিনিটি আমরা বাসের মধ্যেই ছিলাম। আমরা সবাই মাথা নিচু করে ছিলাম, কোন কারণে যদি ফায়ার িএদিকে আসে। পরে যখন বুঝলাম যে যেকোন সময় যদি অ্যাটাক আসে তাই বেরিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়া হয়।

তিনি আরও বলেন, এ ধরনের হামলা কোন দেশেই হোক তা আমরা চাই না। বাট আমরা খুবই লাকি।


শেয়ার করুন :


আরও পড়ুন

খেলায় মানসিকতায় নেই টাইগাররা, দ্রুত দেশে ফিরতে চান

খেলায় মানসিকতায় নেই টাইগাররা, দ্রুত দেশে ফিরতে চান

নিউজিল্যান্ডে হামলা : যেভাবে রক্ষা পেলেন তামিম-মিরাজরা

নিউজিল্যান্ডে হামলা : যেভাবে রক্ষা পেলেন তামিম-মিরাজরা

নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল

নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল

নিউ জিল্যান্ডে মসজিদে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন টাইগাররা!

নিউ জিল্যান্ডে মসজিদে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন টাইগাররা!