বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্ব দিবেন করুনারাত্নের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৯ মার্চ ২০১৯
বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্ব দিবেন করুনারাত্নের

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে লাসিথ মালিঙ্কার অধিনায়কয়ত্বে সফরকারী শ্রীলঙ্কা। বিশ্বকাপের আগে এমন হার যেটি মোটেও সুখকর নয় লঙ্কানদের। তাই আসন্ন বিশ্বকাপ নিয়ে লঙ্কানদের মধ্যে পড়েছে চিন্তার ভাঁজ। কাকে দিবে বিশ্বকাপের মত আসরের দায়িত্ব। ওয়ানডে সিরিজের আগে ইতিহাস রচিত করে টেস্ট সিরিজ জিতে দিমুথ করুনারাত্নের অধিনায়কত্বে। তাই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব দিচ্ছে তার হাতেই।

টেস্ট দলের নিয়মিত মুখ করুনারাত্নের। কিন্তু ওয়ানডেটা খেলেছেন সবশেষ ২০১৫ সালে, বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। আবার চার বছর পর বিশ্বকাপ দিয়েই ওয়ানডে দলে ফিরতে পারেন তিনি তাও সেটা অধিনায়ক হিসেবে। এ তথ্য নিজেই জানিয়েছেন।

তিনি বলেন, ‘নির্বাচকরা আমাকে এখনো কিছু নিশ্চিত করেনি। তবে তারা আমাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেছে। যাতে আমি ওয়ানডে দলের অধিনায়কত্ব নিতে পারি। তারা আমাকে আপাতত ঘরোয়া টুর্নামেন্ট খেলার পরামর্শ দিয়েছেন। যদি আমাকে বিশ্বকাপ স্কোয়াডে নেয়া হয়, তখন সেখানে ক্যাম্প এবং ট্রেনিং হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যেতে পারে।’

এদিকে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক আসান্থা ডি মেল সানডে জানিয়েছেন, ‘আমরা চাই টেস্ট দলের হয়ে যে সাফল্য করুনারাত্নে দেখিয়েছে, সেটা সে ওয়ানডে দলেও দেখাক। ম্যাথুজ এমন একজন ব্যক্তি যাকে দলের সবাই পছন্দ করে। তবে আমরা তার কথাও ভাবছি।’


শেয়ার করুন :