মাশরাফি-সাকিবদের দল ঘোষণা রোববার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৭ এএম, ০৪ জানুয়ারি ২০১৮
মাশরাফি-সাকিবদের দল ঘোষণা রোববার

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘আশা করি ৭ জানুয়ারি ত্রিদেশীয় ক্রিকেটের দল চূড়ান্ত করে ফেলবো।’

ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৫ তারিখ। ৭ জানুয়ারি স্কোয়াড ঘোষণা না করলে তাই চূড়ান্ত দলের শেষমুহুর্তের প্রস্তুতির ঘাটতি থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে নান্নু জানালেন আরেকটি কারণও। ৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএল। ক্যাম্প থেকে বাদ পড়া ক্রিকেটাররা যাতে বিসিএলে খেলতে পারেন, সেজন্যই ৭ জানুয়ারি দল ঘোষণা করতে চায় বিসিবি।

তিনি আরো বলেন, ‘আরও কারণ আছে। ৯ জানুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। তার আগে ১৪ জন বেছে নিতে পারলে বাকিরা বিসিএল খেলতে পারবে।’

তিনি জানান, ‌‌‌‌'তবে চূড়ান্ত দলে খুব একটা পরিবর্তন আসবে না বা নতুন মুখ দেখা যাবে না বলেই আভাস দিয়েছেন নান্নু। বিপিএলের সাথে ত্রিদেশীয় সিরিজের ফরম্যাটের ভিন্নতার কারণেই বিপিএলে ভালো করা সবাইকে সুযোগ দেওয়া যাচ্ছে না। তবে যাদের পারফরমেন্স বেশ ভালো ছিল, তাদের স্কোয়াডে দেখাটা স্বাভাবিক বলেও ইঙ্গিত তার।'

নান্নু বলেন, ‘বিপিএলে কয়েকজন ভালো পারফর্ম করেছে, তবে সেটা ২০ ওভারের ফরম্যাটে, যার সাথে ৫০ ওভারের শুধু দৈঘ্যেরই পার্থক্য নেই, গতি প্রকৃতিরও অমিল।’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে কোনো পরিবর্তনের সুযোগ নেই জানিয়ে আবার নান্নু জানান, টি-২০ সিরিজে আসতে পারে পরিবর্তন, ‘আমরা টেস্ট দল নিয়ে কোন পরীক্ষা-নিরীক্ষা করবো না, সেখানে যারা পরীক্ষিত ও প্রতিষ্ঠিত পারফর্মার, তারাই থাকবে। তবে টি-টোয়েন্ট ফরম্যাটে পরিবর্তন আসতে পারে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

সাব্বিরের শাস্তি থেকে সবাইকে শিক্ষা নিতে হবে : মাশরাফি

সাব্বিরের শাস্তি থেকে সবাইকে শিক্ষা নিতে হবে : মাশরাফি

প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড ওয়েঙ্গার

প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড ওয়েঙ্গার