ইংল্যান্ড পৌঁছেই সাকিব-মুশফিকের ব্যাটিং অনুশীলন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৯ মে ২০১৯
ইংল্যান্ড পৌঁছেই সাকিব-মুশফিকের ব্যাটিং অনুশীলন

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বহুজাতিক সিরিজে হারিয়েই বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল পৌঁছে গেছে ইংল্যান্ডে। সেখানে আনুষ্ঠানিকভাবে ২১ মে থেকে অনুশীলন শুরু করলেও এর আগেই মাঠে নেমে পড়েছেন মুশফিক ও সাকিব।

ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষর ম্যাচে ব্যাটিং করতে পারেননি সাকিব। ফলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারেন নি তিনি। টাইগার ভক্তদের চিন্তার কারণ হয়ে উঠে সাকিবের ইনজুরি। কিন্তু আশার কথা হলো মোটামুটি ইনজুরি থেকে সেরে উঠা শুরু করেছেন সাকিব। রোববার ইংল্যান্ডের লেস্টারে দলের ঐচ্ছিক অনুশীলন করেন সাকিব

এসময় বেশ কিছুক্ষণ তিনি নেটে ব্যাটিং করেন। সাকিব ছাড়াও অপর আরেকটি নেটে ব্যাট করেন মুশফিক।

আগামী ২১ মে থেকে বিশ্বকাপ উপলক্ষে ইংল্যান্ডে লিস্টারে তিনদিনের আনুষ্ঠানিক ক্যাম্প করবে বাংলাদেশ দল। মাশরাফি-তামিম ছাড়া বাকি সবাই এ ক্যাম্পে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ দল আগামী ২৩ মে পর্যন্ত মোট তিনদিন অবস্থান করবেন এবং এ ক্যাম্পে অংশ নেবে।

লিস্টারে এ তিনদিন বিসিবির খরচে টাইগারদের ক্যাম্প করতে হবে। সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত সব দায়-দায়িত্বও বিসিবির। তিনদিন পর বৃহস্পতিবার (২৩ মে) লিস্টার ছেড়ে কার্ডিফে যাবে বাংলাদেশ দল। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলেবে বাংলাদেশ দল এবং তখন থেকে আইসিসির প্রটোকল শুরু হবে।

২৪ মে (শুক্রবার) থেকে শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো। কার্ডিফে একদিন অনুশীলন শেষে ২৬ মে ভারত ও ২৮ মে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচ দুইটি খেলবে টাইগাররা। পরে ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডকে ‘হট ফেবারিট’ বলছেন অস্ট্রেলিয়ার কোচ

ইংল্যান্ডকে ‘হট ফেবারিট’ বলছেন অস্ট্রেলিয়ার কোচ

লিস্টারে তিনদিনের ক্যাম্প করবে বাংলাদেশ

লিস্টারে তিনদিনের ক্যাম্প করবে বাংলাদেশ

অবসর ভাবনায় যুবরাজ, হতে চান ফ্রিল্যান্সার

অবসর ভাবনায় যুবরাজ, হতে চান ফ্রিল্যান্সার

৬ লাখ টাকা মূল্যের রেসিং সাইকেল পেলেন আরাফাত

৬ লাখ টাকা মূল্যের রেসিং সাইকেল পেলেন আরাফাত