নতুন মাইলফলক থেকে ২৩ রান দূরে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ এএম, ১১ জুন ২০১৯
নতুন মাইলফলক থেকে ২৩ রান দূরে সাকিব

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আর মাত্র ২৩ রান করলেই ওয়ানডে ক্যারিয়ারে ৬ হাজার রান পূর্ণ করবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মঙ্গলবার (১১ জুন) ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ২৩ রান করতে পারলেই ঐ মাইলফলক স্পর্শ করবেন সাকিব।

বর্তমানে ২০১ ম্যাচে ৮টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরিতে সাকিবের সর্বমোট রান ৫৯৭৭। তার ওপরে আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৯৬ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ-সেঞ্চুরিতে ৬৬৯৫ রান তামিমের। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬হাজার রান করেছেন এ তারকা ব্যাটসম্যান।

চলতি বিশ্বকাপের জমজমাট আসরে দুর্দান্ত ফর্মে থাকা সাকিবের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রান করা কোন বিষয়ই নয়। ইতোমধ্যে বাংলাদেশের প্রথম তিন ম্যাচে ২টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি করেছেন সাকিব।

৩ ম্যাচের ৩ ইনিংসে ৮৬ দশমিক ৬৬ গড়ে ২৬০ রান করেছেন তিনি। এতে চলমান বিশ্বকাপে সবচেয়ে রানের তালিকায় সবার উপরে আছেন সাকিব। অবশ্য বল হাতে এখনো জ্বলে উঠতে পারেননি, শিকার করেছেন মাত্র ৩ উইকেট।

চলমান বিশ্বকাপেই ওয়ানডে ফরম্যাটে নিজের ২৫০তম উইকেট শিকার করেন সাকিব। যার মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে দ্রুত ৫০০০ রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। রেকর্ডের দিন তিনি খেলেছিলেন ১৯৯তম ম্যাচ।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের সেঞ্চুরিতেও ইংল্যান্ডের বিপক্ষে শতরানের পরাজয়

সাকিবের সেঞ্চুরিতেও ইংল্যান্ডের বিপক্ষে শতরানের পরাজয়

সেঞ্চুরি করেও সাকিবের ‘আক্ষেপ’

সেঞ্চুরি করেও সাকিবের ‘আক্ষেপ’

মাশরাফিকে ‘জাতীয় বীর’ বললো আইসিসি

মাশরাফিকে ‘জাতীয় বীর’ বললো আইসিসি

বিশ্বকাপের মঞ্চে সাকিবের প্রথম শতক

বিশ্বকাপের মঞ্চে সাকিবের প্রথম শতক