আইসিসির নতুন নিয়মে আপত্তি ভারতের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ পিএম, ১২ আগস্ট ২০১৯
আইসিসির নতুন নিয়মে আপত্তি ভারতের

আইসিসির সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের ঝামেলা চলছেই। এ বার বিভিন্ন দেশের ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে আইসিসি নতুন যে নীতির কথা জানিয়েছে তা মানতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।

সম্প্রতি আইসিসি একটি রেগুলেশন এনেছে; যেখানে বলা হয়েছে, যে কোনও বোর্ড তাদের দেশে কোনও ঘরোয়া টুর্নামেন্ট করলে, তা আইসিসির অনুমোদন নিয়ে করতে হবে।

অর্থাৎ এক্ষেত্রে আইপিএল, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টগুলো যেমন থাকবে তেমনি থাকবে রঞ্জি ট্রফি। আইসিসির নতুন নীতিতে একইসঙ্গে এ-ও বলা হয়েছে, নিজের দেশের বোর্ডের টি-টোয়েন্টি লিগের বাইরে কোনও ক্রিকেটার শুধুমাত্র আরেকটি বিদেশি টি-টোয়েন্টি লিগেই খেলতে পারবেন।

মূলত দ্বিতীয় এ নিয়মেই আপত্তি ভারতীয় বোর্ডের। বোর্ডের অনেকের মতে, রঞ্জির মতো টুর্নামেন্টে আইসিসির কোনও ভূমিকা থাকে না, তা হলে অনুমোদনের কথা আসছে কোথা থেকে? এক বোর্ড কর্তার দাবি, ‘আইসিসির এই ঘরোয়া ক্রিকেট নীতি বিসিসিআই-এর মতো পছন্দ করছে না অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও।’

কেন ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে আইসিসি হস্তক্ষেপ করতে চাইছে, তা নিয়ে সংস্থার সিইও ডেভিড রিচার্ডসন জানিয়েছিলেন, অনেক টুর্নামেন্ট ঠিকভাবে আয়োজন হয় না। সে জন্যই উদ্যোগী আইসিসি।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাক্ষাৎকার দিতে ঢাকা আসছেন মাইক হেসন

সাক্ষাৎকার দিতে ঢাকা আসছেন মাইক হেসন

ক্রিকেটে আসছে মাইক্রোচিপ লাগানো 'স্মার্ট বল'

ক্রিকেটে আসছে মাইক্রোচিপ লাগানো 'স্মার্ট বল'

খেলতে না পেরে কাঁদলেন সেরেনা

খেলতে না পেরে কাঁদলেন সেরেনা

তীরে এসে তরী ডুবল সেরেনার, রজার্স চ্যাম্পিয়ন নাদাল

তীরে এসে তরী ডুবল সেরেনার, রজার্স চ্যাম্পিয়ন নাদাল