খেলতে না পেরে কাঁদলেন সেরেনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১২ আগস্ট ২০১৯
খেলতে না পেরে কাঁদলেন সেরেনা

পিঠের ইনজুরির কারণে খেলতে না পেরে অঝোরে কাঁদলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। মন্ট্রিল টেনিস টুর্নামেন্টের ফাইনালে খেলার জন্য কোর্টে নেমে সেট চলাকালেই পিঠে চোট পান তিনি। পরে ব্যথার কারণে আর খেলতে পারেননি এ টেনিস তারকা। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন।

রোববার (১১ আগস্ট) ফাইনালে প্রথম সেট চলাকালেই পিঠে চোট পান তিনি। এর জেরে চোখের জলে ম্যাচ ছাড়তে বাধ্য হন ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী মার্কিন টেনিস তারকা।

খেলতে না পারায় শেষ পর্যন্ত মন্ট্রিল টেনিস টুর্নামেন্টের ফাইনালে ওয়াকওভার দেন অস্টম বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ফলে আর না খেলেই এ টুর্নামেন্টের শিরোপা জিতে নেন অবাছাই কানাডার বিয়ানকা আন্দ্রেসকু।

১৯৬৯ সালের পর প্রথম কোন কানাডিয়ান মন্ট্রিলের শিরোপা জিতলেন। তবে ডব্লুটিএর দ্বিতীয় শিরোপা জিতলের ১৯ বছর বয়সী আন্দ্রেসকু।

ম্যাচ শেষে আন্দ্রেসকু বলেন, ‘সেরেনাকে কাঁদতে দেখে আমিও নিজেকে সামলাতে পারিনি। আমি ওর যন্ত্রণাটা অনুভব করতে পারছি।’

প্রতিদ্বন্দ্বির সৌজন্যতায় মুগ্ধ সেরেনা ম্যাচ শেষে বলেন, ‘আমি খুবই হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু ওর ব্যবহার আমাকে খুব আনন্দ দিয়েছে। কোর্টে হোক কিংবা কোর্টের বাইরে ওর ব্যবহার দেখে কখনোই মনে হয়নি ও র বয়স মাত্র ১৯।’


শেয়ার করুন :


আরও পড়ুন

তীরে এসে তরী ডুবল সেরেনার, রজার্স চ্যাম্পিয়ন নাদাল

তীরে এসে তরী ডুবল সেরেনার, রজার্স চ্যাম্পিয়ন নাদাল

অর্থ উপার্জনে শীর্ষে সেরেনা ও ওসাকা

অর্থ উপার্জনে শীর্ষে সেরেনা ও ওসাকা

নগ্ন হয়ে ক্যান্সার সচেতনতায় সেরেনার বার্তা!

নগ্ন হয়ে ক্যান্সার সচেতনতায় সেরেনার বার্তা!

পায়ে ব্যান্ডেজ, জিমে প্রস্তুতি চলছে মেসির

পায়ে ব্যান্ডেজ, জিমে প্রস্তুতি চলছে মেসির