নতুন মেয়াদে রবি শাস্ত্রীই ভারতের কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৬ আগস্ট ২০১৯
নতুন মেয়াদে রবি শাস্ত্রীই ভারতের কোচ

টম মুডি বা মাইক হেসন নয়, রবি শাস্ত্রীকেই কোহলিদের প্রধান কোচ রাখলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুন করে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ বাড়িয়েছে বিসিসিআই। শুক্রবার (১৬ আগস্ট) বিসিসিআইয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের হেড কোচ নির্বাচনের শুক্রবার ছয়জনের সংক্ষিপ্ত তালিকা নিয়ে বসেছিল কপিল দেবের নেতৃত্বাধীন বিসিসিআই এডভাইজরি কমিটি। একে একে সবারই সাক্ষাৎকার নেওয়া হয়। তবে দুপুরের আগেই হঠাৎ নাম প্রত্যাহার করে নেন তালিকায় থাকা ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ফিল সিমন্স।

সিমন্স সরে দাঁড়ানোয় কোচ নির্বাচনে প্রার্থীর সংখ্যা দাঁড়ায় পাঁচে। তারা হলেন- বর্তমান কোচ রবি শাস্ত্রী, নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন, ভারতের সাবেক ফিল্ডিং কোচ ও খেলোয়াড় রবিন সিং, ভারতীয় দলের সাবেক ম্যানেজার লালচাঁদ রাজপুত এবং অস্ট্রেলিয়ান টম মুডি।

বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় রবি শাস্ত্রীর সাক্ষাৎকার গ্রহণের পরই খবর ছড়িয়ে পড়ে সবার চেয়ে এগিয়ে আছেন শাস্ত্রীই। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে কোহলিদের বর্তমান কোচ রবি শাস্ত্রীই কপিল দেবের নেতৃত্বাধীন বিসিসিআই এডভাইজরি কমিটির মন জয় করেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির অভিষেক ম্যাচের ক্রিকেটাররা আজ কে কোথায়

কোহলির অভিষেক ম্যাচের ক্রিকেটাররা আজ কে কোথায়

ইনজুরির কথা লুকিয়ে বিশ্বকাপ খেলেছেন ধোনি!

ইনজুরির কথা লুকিয়ে বিশ্বকাপ খেলেছেন ধোনি!

এক ম্যাচে দুই কিংবদন্তিকে টপকালেন কোহলি

এক ম্যাচে দুই কিংবদন্তিকে টপকালেন কোহলি

নতুন উচ্চতায় কোহলি

নতুন উচ্চতায় কোহলি