প্রতি বছর দুইবার আইপিএল চান রবি শাস্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৮ জুলাই ২০২২
প্রতি বছর দুইবার আইপিএল চান রবি শাস্ত্রী

এমনিতেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব। অনেক ক্রিকেট বিশ্লেষকই ধারণা করছেন, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে যেতে পারে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে বড় বিজ্ঞাপন ও শীর্ষ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলকে দেখেই অনেক দেশই এখন নিজস্ব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা শুরু করেছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল অ্যাথারটন তো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির জন্য সরাসরি আইপিএলকে দায়ী করেছেন। 

এর মধ্যে ভারতের সাবেক কোচ ও ব্যাটার রবি শাস্ত্রী বলছেন, প্রতি বছর দুইবার আইপিএল আয়োজন করা যেতে পারে। বলেন, “আমার মনে হয় বছরে দুইবার আইপিএল হতে পারে।”

সেটা যদি হয় তাহলেও নাকি একটুও অবাক হবেন না অন্যতম জনপ্রিয় এই ধারাভাষ্যকার। বরং ভবিষ্যতে অংশগ্রহনকারী দলের সংখ্যা বাড়বে বলেই মনে হয় তার।

‘আইপিএলের শুরু থেকেই ক্রিকেটের শেষের শুরু হয়েছে’

“আমি একদমই অবাক হবো না। আপনি এখানে (আইপিএল) দশ দলের একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট পাচ্ছেন। সময়সীমা দেড় মাস থেকে দুই মাস বাড়াতে পারলে ১২ দল নিয়েও আয়োজন করা যেতে পারে।”

দ্বিপাক্ষিক সিরিজ কমিয়ে বছরের শেষভাগে ছোট গ্রুপ পর্বের পর নকআউট সিস্টেমে আরেকটি আইপিএল আয়োজন করা যেতে পারে বলে মনে হয় তার।

শাস্ত্রী আরও বলেন, “যদি দ্বিপাক্ষিক সিরিজ কমানো যায়, সেক্ষেত্রে বছরের শেষভাগে বিশ্বকাপের আদলে ছোট গ্রুপ পর্বের পর নক আউট সিস্টেমে বিজয়ী নির্ধারণ করা যেতে পারে।”

এটা কিভাবে সম্ভব সেটাও জানিয়েছেন তিনি। “এটা তখনই সম্ভব যখন চাহিদা অনুযায়ী টাকা দেওয়া হবে। এই ধরণের ফরম্যাটে চাহিদা (টাকার) খব বড় হয়।”

ফ্রাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতে টি-টোয়েন্টি সিরিজ কমানোর পক্ষে শাস্ত্রী

সাধারণত আইপিএলের সময়ে বেশিরভাগ দেশই এখন দ্বিপাক্ষিক সিরিজ রাখে না। আর এবার তো আইপিএলের তো নির্ধারিত দুই মাসের স্থায়ী সূচি করার ঘোষণা দিয়েছে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইসিসির পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

৪০ ওভারের ওয়ানডে চান শাস্ত্রী ও আফ্রিদি

৪০ ওভারের ওয়ানডে চান শাস্ত্রী ও আফ্রিদি

টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের

টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের

আয়ারল্যান্ডকে হারিয়ে রেকর্ডবুকে কিউই হ্যাটট্রিকম্যান ব্রেসওয়েল

আয়ারল্যান্ডকে হারিয়ে রেকর্ডবুকে কিউই হ্যাটট্রিকম্যান ব্রেসওয়েল

প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল

প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল