কোহলির অভিষেক ম্যাচের ক্রিকেটাররা আজ কে কোথায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৫ আগস্ট ২০১৯
কোহলির অভিষেক ম্যাচের ক্রিকেটাররা আজ কে কোথায়

১৮ আগস্ট ২০০৮। ভারতীয় ক্রিকেটে উদয় হলো এক ডানহাতি ব্যাটসম্যানের, যিনি পরবর্তী কালে শাসন করবেন বিশ্ব ক্রিকেটকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকের ম্যাচে বছর উনিশের সেই ক্রিকেটার তেমন কিছু অবশ্য করতে পারেননি।

ভারতও হেরেছিল খুব খারাপভাবে। তিনি, বিরাট কোহলি আজ ভারতীয় দলের অধিনায়ক। কিন্তু বাকিরা? কোহলির অভিষেকের সেই ম্যাচের ভারতীয় ক্রিকেটাররা আজ কে কোথায়? দেখে নেওয়া যাক।

গৌতম গম্ভীর
ভারতের অন্যতম সেরা বাঁহাতি ওপেনার সে দিন কিন্তু রান পাননি। ২ বল খেলে ১ রান করে আউট হন। দেশের হয়ে ৫৮ টেস্ট ও ১৪৭টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি বিজেপির সাংসদ।

সুরেশ রায়না
সেই দিনের ম্যাচে ১৭ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা কম। হাঁটুর অস্ত্রোপচারে আপাতত আমস্টারডামের হাসপাতালে ভর্তি তিনি।

যুবরাজ সিং
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কানাডার ক্রিকেট লিগে কখনও ঝোড়ো ইনিংস খেলে, আবার কখনও ফ্ল্যাট ছয় মেরে শিরোনামে আসছেন তিনি। ভারতীয় ক্রিকেটের এক অনন্য সম্পদ ছিলেন পঞ্জাবের এই লড়াকু বাঁহাতি অলরাউন্ডার। সেদিনের ম্যাচে যদিও তিনি ২৩ রান করে আউট হয়ে যান।

রোহিত শর্মা
বিরাটের সেই দিনের সতীর্থ আজও বিরাটের সঙ্গী। ভারতীয় ক্রিকেটের ‘হিট-ম্যান’ সেই দিন ১৯ রান করেন। সেদিন মিডল অর্ডারে খেললেও আজ তিনি দেশের সেরা ওপেনার।

মহেন্দ্র সিং ধোনি
কাশ্মীরে তিনি এখন সেনার সঙ্গে যুক্ত। ভারতীয় ক্রিকেটের বিশ্বকাপজয়ী অধিনায়ক টেস্ট থেকে অবসর নিলেও একদিন এবং টি২০ ক্রিকেটে এখনও আছেন তিনি। বিশ্বকাপের পর অবসর নেবেন- এমন গুঞ্জন থাকলেও তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত। সে দিনের ম্যাচে ২৮ বলে ৬ রান করেন ক্যাপ্টেন ধোনি।

ইরফান পাঠান
ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার হতে পারতেন তিনি। কিন্তু এখন তিনি কাশ্মীর ক্রিকেটের মেন্টর। তাঁদের হয়েই রঞ্জি খেলেন তিনি। সেদিনের ম্যাচে ব্যাট হাতে সাত রান করেন তিনি। বল হাতে পাননি কোনও উইকেট।

হারভাজান সিং
লো স্কোরিং ম্যাচে বল হাতে সেদিন ভালো কিছু দেখাতে পারেননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলেও তাঁর পক্ষে দলে ফেরা আর সম্ভব হবে না বলাই যায়। বিশ্বকাপে ধারাভাষ্য দিতেও দেখা যায় তাঁকে এক বেসরকারি চ্যানেলের হয়ে।

জহির খান
অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। বাঁ-হাতি পেস বোলারের জায়গা আজও দলে পূরণ হয়নি। মাঝে ভারতের বোলিং কোচ হওয়ার কথা উঠলেও সেই জায়গায় তাঁকে দেখা যায়নি। কোহলির অভিষেক ম্যাচে সাত ওভারে ২৪ রান দিয়েছিলেন তিনি।

প্রজ্ঞান ওঝা
বাঁ-হাতি এই স্পিনার এক সময় ছিলেন সামনের সারিতে। তবে ধীরে ধীরে হারিয়ে যান অশ্বিন, জাদেজাদের ভিড়ে। সেই দিনও ছাপ ফেলতে পারেননি তিনি। তিন ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছিলেন তিনি। এখন বিহারের হয়ে রঞ্জি খেলেন তিনি।

মুনাফ পাটেল
ভারতীয় দলের মিডিয়াম পেসারদের মধ্যে এক সময়ে ভালোই জায়গা তৈরি করেছিলেন তিনি। সেদিনের ম্যাচে এক মাত্র তিনিই ভারতের হয়ে উইকেট নিতে পেরেছিলেন। ৯ ওভার বল করে দু’টি উইকেট নেন তিনি। এখন যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহু দূরে মুনাফ।


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত

কোহলির সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত

ধনঞ্জয়ার ঘূর্ণিতে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০৩

ধনঞ্জয়ার ঘূর্ণিতে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০৩

দল থেকে বাদ পড়ে বিরতিতে মঈন আলী

দল থেকে বাদ পড়ে বিরতিতে মঈন আলী

মোহনবাগান-ইস্টবেঙ্গলকে বাংলাদেশে খেলার আমন্ত্রণ

মোহনবাগান-ইস্টবেঙ্গলকে বাংলাদেশে খেলার আমন্ত্রণ