বাদ পড়া সৌম্য-মিরাজরা এবার ‘এ’ দলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯
বাদ পড়া সৌম্য-মিরাজরা এবার ‘এ’ দলে

মুমিনুল হকের নেতৃত্বে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। সেখানে মুমিনুলের নেতৃত্বে ক্রিকেট খেলবে সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়া মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ রাহিরা।

সফরে দু’টি চারদিনের ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মুমিনুলরা। ২৩ সেপ্টেম্বর থেকে চারদিনের ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। ৩০ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ।

চারদিনের ম্যাচ শেষে ৭ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের দু’টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর।

বাংলাদেশ ‘এ’ দল
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম অমি, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন চৌধুরী, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও মেহেদী হাসান মিরাজ।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তন, বাদ সৌম্য সরকার

বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তন, বাদ সৌম্য সরকার

আত্মবিশ্বাসের ঘাটতি ও দুর্বল মানসিকতায় ভুগছে বাংলাদেশ

আত্মবিশ্বাসের ঘাটতি ও দুর্বল মানসিকতায় ভুগছে বাংলাদেশ

সুযোগ পেলে কিছু একটা করতে চান নাঈম শেখ

সুযোগ পেলে কিছু একটা করতে চান নাঈম শেখ

আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ

আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ