সাকিবের নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপ ফাইনাল খেলব : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৯
সাকিবের নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপ ফাইনাল খেলব : মাশরাফি

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির দুর্নীতি বিরোধী তিনটি অভিযোগের বিষয়ে ভুল স্বীকার করায় এক বছর পর মাঠে ফিরতে পারবেন সাকিব।

আইসিসির দুর্নীতি বিষয়ক শুনানিতে বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সবগুলো অভিযোগ স্বীকার করেছেন ও দেয়া শাস্তি মেনে নিয়েছেন। আইসিসির এ নিষেধাজ্ঞার সময় শর্তসমূহ মেনে চললে ২০২০ সালের ২৯ অক্টোবর আবার মাঠে ফিরতে পারবেন সাকিব।

সাকিব আল হাসানের এমন নিষেধাজ্ঞায় আলোচনা-সামলোচনা চলছে চারদিকে। সাকিব ভক্তরা ছাড়াও ক্রিকেট মাঠ থেকে শুরু চায়ের দোকানে চলছে আইসিসির নিষেধাজ্ঞার পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক।

সাকিবের নিষেধাজ্ঞার সংবাদের পর তার সহযোদ্ধা টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে পরবর্তী বিশ্বকাপে সাকিব বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং বিশ্বকাপের ফাইনাল খেলবেন বলে আশা প্রকাশ করেছেন।

মাশরাফির স্ট্যাটাস-

‌‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

ভালোবাসার খেলা থেকে নিষিদ্ধ হয়ে দুঃখিত সাকিব

ভালোবাসার খেলা থেকে নিষিদ্ধ হয়ে দুঃখিত সাকিব

সাকিব শক্তভাবে আবার ফিরে আসবে : শিশির

সাকিব শক্তভাবে আবার ফিরে আসবে : শিশির

সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল ভারতীয় জুয়াড়ি

সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল ভারতীয় জুয়াড়ি