ভালোবাসার খেলা থেকে নিষিদ্ধ হয়ে দুঃখিত সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৪ এএম, ৩০ অক্টোবর ২০১৯

ম্যাচ ফিক্সিংয়ের পাওয়া প্রস্তাব দুর্নীতি দমন ইউনিটের কাছে প্রকাশ না করায় বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে নিজের দায় স্বীকার করে নেওয়ায় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।

নিষিদ্ধ হওয়ার পর মঙ্গলবার রাত সোয়া ৮টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজের অভিমত ব্যক্ত করেন সাকিব। তিনি বলেন, ‘যে খালটিকে আমি বেশি ভালোবাসার সে খেলা থেকে নিষিদ্ধ হয়ে আমি দুঃখিত। কিন্তু অ্যাপ্রোচের (ফিক্সিং প্রস্তাব) কথা রিপোর্ট না করায় যে শাস্তি পেতে হচ্ছে তা আমি মেনে নিচ্ছি।’

তিনি বলেন, ‘আইসিসি ও আকসু দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করছে তাতে খেলোয়াড়দের বড় ভূমিকা থাকে। কিন্তু আমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি।’

অফিসিয়াল লিখিত বক্তব্য ছাড়া সাকিব বলেন, ‘আমি আশা করি এর আগে সরকার, বিসিবি, মিডিয়া এবং দেশের জনগণ যেভাবে আমার পাশে ছিলেন, আগামীতেও সেভাবে আমার পাশে থাকবেন। আমাকে সহায়তা করবেন। পরবর্তীতে আমি আরও স্ট্রং হয়ে ক্রিকেটে ফিরে আসবো।’

সাকিবের সংবাদ সম্মেলনের সময় পাশেই ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমরা হতাশ। এর চেয়ে হতাশার আর কিছুই হতে পারে তা জানা নেই। দলে সাকিব-মাশরাফির কোন বিকল্প নেই। সাকিবের এখন খুবই খারাপ সময় যাচ্ছে। তার পাশে বিসিবি সবসয়ই থাকবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল ভারতীয় জুয়াড়ি

সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল ভারতীয় জুয়াড়ি

বাংলাদেশ টেস্ট ও টি-২০ ক্রিকেটে নতুন অধিনায়ক

বাংলাদেশ টেস্ট ও টি-২০ ক্রিকেটে নতুন অধিনায়ক

সাকিব শক্তভাবে আবার ফিরে আসবে : শিশির

সাকিব শক্তভাবে আবার ফিরে আসবে : শিশির