মাহমুদউল্লাহর মধ্যে ধোনিকে দেখেন ইরফান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১০ নভেম্বর ২০১৯
মাহমুদউল্লাহর মধ্যে ধোনিকে দেখেন ইরফান

বাংলাদেশ টি-২০ দলের বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাাহ রিয়াদের মধ্যে ভারতের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখতে পান দেশটির বাঁ-হাতি পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান। সিরিজের প্রথম দুই টি-২০ ম্যাচে মাহমুদউল্লাহর নেতৃত্ব মন জয় করেছে পাঠানের। ফলে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহর প্রশংসা করছেন তিনি।

নাগপুরে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের আগে মাহমুদউল্লাহর প্রশংসা করে পাঠান বলেন, ‘বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। অধিনায়ক হিসেবে মাঠে নজর কেড়েছে মাহমুদউল্লাহ। ম্যাচ চলাকালীন যে ছোট-ছোট পরিবর্তনগুলো এনেছেন, তা খুব কার্যকরী ছিল।’

মাহমুদউল্লাহর ছোট-ছোট পরিবর্তনগুলো দেখে ধোনির কথা মনে পড়েছে পাঠানের। মাহমুদউল্লাহর মধ্যে ধোনির ছায়া দেখতে পান তিনি, মাহমুদউল্লাহর নেতৃত্বের মধ্যে ধোনির মিল পাওয়া যাচ্ছে। পাওয়ার প্লের পর পার্ট টাইম বোলারদের আক্রমণে আনত ধোনি। মাহমুদউল্লাহও একই কাজ করেছেন। পার্ট টাইম বোলারদের ব্যবহার করছেন।

জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিমের ৪৩ বলে হার না মানা ৬০ রান বাংলাদেশকে ৭ উইকেটের জয় এনে দেয়। ফলে প্রথমবারের মত টি-২০ ফরম্যাটে ভারতকে হারায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে অধিনায়ক রোহিতের ৪৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংসে সিরিজে সমতা পায় ভারত।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভুল থেকে শিক্ষা নিয়েছেন মুশফিক

ভুল থেকে শিক্ষা নিয়েছেন মুশফিক

ব্যাট-গ্লাভস রেখে ধারাভাষ্যকার হচ্ছেন ধোনি

ব্যাট-গ্লাভস রেখে ধারাভাষ্যকার হচ্ছেন ধোনি

আবারও সুপার ওভার, আবারও নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ড

আবারও সুপার ওভার, আবারও নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ড

পাঁচ বছরের অপেক্ষা মেটালো ওয়েস্ট ইন্ডিজ

পাঁচ বছরের অপেক্ষা মেটালো ওয়েস্ট ইন্ডিজ