গেইল-পোলার্ডদের ব্যাটিং কোচ মন্টি দেশাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ এএম, ০৫ ডিসেম্বর ২০১৯
গেইল-পোলার্ডদের ব্যাটিং কোচ মন্টি দেশাই

মন্টি দেশাইকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে দুই বছরের চুক্তিতে দেশাইকে নিয়োগ দিয়েছে ক্যারিবিয় ক্রিকেট কর্তৃপক্ষ।

স্বাগতিক ভারতের বিপক্ষে তিন টি-২০ সিরিজে শুক্রবার হায়দারাবাদে অনুষ্ঠেয় প্রথম ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন দেশাই। ইতোপূর্বে কানাডা ও আফগানিস্তান দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া সম্প্রতি টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশাই বলেন, ‘জয়ের পরিবেশ গড়ে তোরার যাত্রায় সাহায্য করার জন্য আমি মুখিয়ে আছি। আমি প্রধান কোচ ফিল সিমন্স, ক্রিকেট ডিরেক্টর জিমি এডামস ও আমাদের অধিনায়কের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। যাতে সম্ভাব্য সবদিক থেকে দলের সাফল্যে অবদান রাখতে পারি।’

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ সিমন্স বলেছেন, খেলোয়াড়দের মেধার উন্নতি এবং আরও ভালো পারফরমেন্স করতে দেশাইর সহায়তা দেখতে মুখিয়ে আছি। এর আগে আমি দেশাইর সঙ্গে কাজ করেছি এবং তিনি একজন চমৎকার কোচ। সে প্রমাণ করেছে, তার মধ্যে খেলোয়াড়দের সাহায্য করা ও দক্ষতার উন্নতি ঘটানোর ক্ষমতা আছে।

দেশাইর পাশাপাশি বোলিং কোচ হিসেবে রডি এস্টউইক এবং ফিল্ডিং কোচ হিসেবে রায়ান গ্রিফিথকেও নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিগ ব্যাশ নয়, বিপিএলে খেলবেন রাসেল

বিগ ব্যাশ নয়, বিপিএলে খেলবেন রাসেল

হতাশ পাকিস্তান কোচ মিসবাহ

হতাশ পাকিস্তান কোচ মিসবাহ

শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন মিকি আর্থার

শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন মিকি আর্থার

বিশ্বকাপে হেরেও মন জয় করে অ্যাওয়ার্ড পেল নিউজিল্যান্ড

বিশ্বকাপে হেরেও মন জয় করে অ্যাওয়ার্ড পেল নিউজিল্যান্ড