পেসারদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করছে : হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৩ ডিসেম্বর ২০১৯
পেসারদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করছে : হাসান

বঙ্গবন্ধু বিপিএলে বিভিন্ন দলের পেস বোলাররা, বিশেষভাবে তরুণরা নজর কেড়েছে। উইকেট শিকারের পাশাপাশি তাদের ইকোনমি রেটও ভালো। এর মধ্যে চট্টগ্রামের উইকেট ছিল ফ্ল্যাট। রান হয়েছে অবলীলায়। চট্টগ্রামে রানের বন্যা বইয়ে দিয়েছে ব্যাটম্যানরা। এ অবস্থাতাতেও তরুণ পেস বোলারদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মত।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদী হাসান রানা ও মুক্তার আলী, খুলনা টাইগার্সের শহিদুল ইসলাম, কুমিল্লা ওয়ারিয়র্সের আল-আমিন হোসেন, রংপুর রেঞ্জার্সের মুকিদুল ইসলাম মুগ্ধ ও ঢাকা প্লাটুনের হাসান মাহমুদ সকলের নজর কেড়েছেন। তাদেরকে প্রশংসায় ভাসাচ্ছেন জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়রাও।

তরুণ পেস বোলারদের এমন দুর্দান্ত পারফরমেন্সের বিষয়ে ঢাকা প্লাটুনের হাসান সাংবাদিকদের সাথে কথা বলেছেন। কুমিল্লা ওয়ারিয়সের্র বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২০ বছর বয়সী হাসান বলেন, ‘তরুণ যারা আছে সবাই ভালো করার সামর্থ্য রাখে। যদি সবাই নিজেদের মেইনটেইন করতে পারে ভালো তাহলে ওপরের লেভেলে ভালো করতে পারবে।’

তিনি বলেন, ‘অবশ্যই নিজেদের মধ্যে এটা চ্যালেঞ্জ আছে, কয়জন টিমের মধ্যে থাকতে পারবে। আমাদের স্কোয়াডেই অনেকে খেলছে নতুন। আমরা যারা এইচপিতে আছি, ওদের মধ্যে অনেকেই এবার বিপিএলে খেলছে। ফলে আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করছে, সামনে কে এগিয়ে যেতে পারে, কে কার আগে যেতে পারে।’

ব্যাটিং উইকেট পেস বোলারদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে করেন হাসান। বলেন, ‘অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ এখানে। চট্টগ্রামের উইকেট অনেক ফ্ল্যাট, এখানে ব্যাটসম্যানদের ফেভারেই যায় সব সময়। ফলে পেস বোলারদের জন্য ভালো করার এটা একটা চ্যালেঞ্জ। আমি মনে করি এটা ভালো চ্যালেঞ্জ। ব্যাটিং উইকেটে পেস বোলাররা যদি ভালো করে তাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। ফলে যখনই তারা ভালো উইকেট পায়, তারা ভালো করে।’

এবারের বিপিএলে বেশিরভাগ দলই তিন পেসার খেলাচ্ছে। যা আগের বিপিএলগুলোতে দেখা যায়নি। এমনকি একাদশে স্পিনার থাকলেও অধিনায়ক স্পিনাদেরকে আক্রমণের দায়িত্ব দিচ্ছেন না। পেসারদের ওপর বেশি নির্ভর হয়ে পড়ছে দলগুলো। তবে পেসাররা ভালো করছে বলেই এবার পরিবেশ অন্যরকম বলে জানান হাসান।

বলেন, ‘পেসাররা সব সময় ডমিনেট করে যাচ্ছে, স্পিনাররাও খারাপ করছে না। সব মিলিয়ে পেস বোলারদের জায়গা করে নেওয়া উচিত দলের মধ্যে। স্পিনারদের যেহেতু খেলানো হচ্ছে, তাই পেস বোলারদেরও নজর দেওয়া হচ্ছে। পেস বোলাররা সবাই ভালোই করছে। ফলে পেস বোলারদের দিকেই নজর দিচ্ছে সবগুলো দল। তো পেস বোলারদের সুযোগ ভালো করার।’

হাসান খেলছেন ঢাকা প্লাটুনে, দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি নিজেও দেশ সেরা পেসার। তাই প্রতি ম্যাচেই ম্যাশ আত্মবিশ্বাস দিচ্ছে-অনুপ্রাণিত করছেন বলে জানান হাসান, ‘অবশ্যই অনুপ্রাণিত করে সে। মাশরাফি ভাই ওয়ান অব দ্য বেস্ট ক্যাপ্টেন ইন বাংলাদেশ ক্রিকেট। উনার অধীনে খেলাটা অনেক অনেক বড় কিছু। তিনিও আমাকে মোটামুটি গুছিয়ে নিচ্ছেন, দেখেশুনে বল করার জন্য বলছেন। ফিল্ডিং সেটআপ টিপস দিচ্ছেন। বোলিং কোন জায়গায় করব, এগুলো তিনি বলেন। এ ব্যাটসম্যানের জন্য, এ বল ভালো, এসব উনি বলেন, অনেক সহায়তা করছে।’

বিপিএলে পেসাররা ভালো করায় গণমাধ্যমের প্রশংসায় চাপ অনুভব করেন না লক্ষ্মীপুরের হাসান, ‘না, না। ভালো খেললে প্রশংসা হবে। এ প্রশংসা ধরে রাখাটাই আসল বিষয়। কীভাবে নিজেকে এগিয়ে নেওয়া যায়, ভালো করা যায় সব সময়। এটাই লক্ষ্য।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিংটাই প্রধান, তবে বোলিংয়েও জোর দিচ্ছেন সৌম্য

ব্যাটিংটাই প্রধান, তবে বোলিংয়েও জোর দিচ্ছেন সৌম্য

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক

মোস্তাফিজ-তাসকিনের জন্য একজনকে এগিয়ে আসতে হবে : রুশো

মোস্তাফিজ-তাসকিনের জন্য একজনকে এগিয়ে আসতে হবে : রুশো

উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে সাকিব

উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে সাকিব