সিরিজ জয়ের স্বপ্ন দেখছে মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮
সিরিজ জয়ের স্বপ্ন দেখছে মুশফিক

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ড্র করে মুশফিক আত্মবিশ্বাসী। মিরপুরে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ জয়ের স্বপ্ন তার চোখে।

মুশফিক বললেন, ‘চট্টগ্রাম টেস্ট থেকে আমরা অনেক ইতিবাচক বিষয় পেয়েছি। যে পরিস্থিতিতে ম্যাচটা বাঁচিয়েছি, একই পরিস্থিতিতে বেশ কয়েকটা ম্যাচ আমরা অতীতে হেরে গিয়েছিলাম। চট্টগ্রামে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা ঢাকাতেও ভালো খেলতে মুখিয়ে আছি। আমাদের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ।’

দলের ব্যাটসম্যানদের প্রশংসা করে মুশফিক বললেন, ‘চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে মুমিনুল আর লিটন খুব ভালো ব্যাট করেছে। পুরো টেস্টেই ব্যাটসম্যানরা ভালো খেলেছে। ঢাকায় এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। আমার বিশ্বাস, চট্টগ্রামে ভালো ব্যাটিংয়ের প্রতিফলন ঢাকা টেস্টে দেখা যাবে।’

চট্টগ্রামের উইকেট নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। বাংলাদেশ সন্তোষ প্রকাশ করলেও শ্রীলঙ্কাকে হতাশ করেছে উইকেট। এমনকি আইসিসিও জানিয়েছে, চট্টগ্রামের উইকেট ছিল তাদের ‘মানদণ্ডের নিচে’। মুশফিক অবশ্য উইকেট নিয়ে চিন্তা করতে রাজি নন, ‘উইকেট নিয়ে চিন্তা করার তেমন সময় নেই। যে উইকেটেই খেলি না কেন, আমাদের ব্যাটিং অ্যাপ্লিকেশন ঠিক হতে হবে। ’

মিরপুরে সর্বশেষ দুই টেস্টে অবিস্মরণীয় জয় পেয়েছিল বাংলাদেশ, হারিয়েছিল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো দুই শক্তিশালী দলকে। শেরে বাংলা স্টেডিয়ামে আরেকটি সাফল্যের প্রত্যাশা মুশফিকের, ‘এই মাঠে আমাদের দুটো ভালো স্মৃতি আছে। আগের মতো উইকেট হলে আমাদের বোলারদের জন্য ভালো হলেও হয়তো ব্যাটসম্যানদের লড়াই করতে হবে। তবে আমরা যে কোনও পরিস্থিতিতে খেলতে প্রস্তুত।’

চট্টগ্রাম টেস্টে বোলিং বিভাগ ভীষণ হতাশ করেছে বাংলাদেশকে। প্রায় ২০০ ওভার বল করেও শ্রীলঙ্কাকে অলআউট করতে পারেননি বোলাররা। বরং তাদের ওপর তাণ্ডব চালিয়ে অতিথিরা গড়েছে ৭১৩ রানের পাহাড়। মুশফিক অবশ্য বোলারদের পাশেই দাঁড়াচ্ছেন, ‘চট্টগ্রামের উইকেটে বোলারদের জন্য কিছু ছিল না। উইকেট থেকে বোলাররা তেমন সুবিধা পায়নি। আশা করি, মিরপুরের উইকেট অন্যরকম হবে। তবে দলের বোলারদের ওপরে আমাদের পুরো আস্থা আছে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় মুশফিকদের অনুপ্রেরণা

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় মুশফিকদের অনুপ্রেরণা

ঢাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দল

ঢাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দল

বিরাট হারার কথা ভাবেই না : অশ্বিন

বিরাট হারার কথা ভাবেই না : অশ্বিন

মুম্বই থেকে বেঙ্গালুরুতে বিসিসিআই হেড কোয়ার্টার

মুম্বই থেকে বেঙ্গালুরুতে বিসিসিআই হেড কোয়ার্টার