রাজ্জাককে নির্বাচক হওয়ার প্রস্তাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৩ এএম, ২২ মার্চ ২০২০
রাজ্জাককে নির্বাচক হওয়ার প্রস্তাব

ফাইল ছবি

বাংলাদেশ দলের সাবেক বাঁহাতি স্পিনার রাজ্জাককে জাতীয় দলের নির্বাচক হওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন তিনি।

ফারুক আহমেদ জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ ছেড়ে দেওয়ার পর মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের দুই সদস্যের প্যানেলই কাজ করে আসছেন। তবে নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে দক্ষ ও ক্লিন ইমেজের কাউকে চায় বিসিবি। তারই ধারাবাহিকতায় আব্দুর রাজ্জাকের ব্যাপারে আগ্রহী বোর্ড।

আব্দুর রাজ্জাককে নির্বাচক করার প্রস্তাব দেওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। আব্দুর রাজ্জাক নিজেও প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রস্তাবের বিষয়ে আকরাম খান বলেছেন, ‌‘রাজ্জাকের সঙ্গে কথা বলতে হাবিবুল বাশারকে বলেছিলাম। লিগে খেলার কারণে রাজ্জাক সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে। সে বোধহয় লিগে আরও খেলতে চায়।’

বর্তমানে লিগে খেলা চালিয়ে যাওয়া জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে। তবে একটু ভেবে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছি। প্রিমিয়ার লিগের খেলা শেষ করে জানাতে চেয়েছিলাম। এখন লিগের খেলা স্থগিত, বিষয়টি নিয়ে ভেবে দেখব।’


শেয়ার করুন :


আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে কোয়ারেন্টিনে সাকিব আল হাসান

যুক্তরাষ্ট্রে কোয়ারেন্টিনে সাকিব আল হাসান

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন বাঙ্গার

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন বাঙ্গার

প্রথম বোলার হিসেবে রাজ্জাকের ৬শ’ উইকেট

প্রথম বোলার হিসেবে রাজ্জাকের ৬শ’ উইকেট

আবারও সেরা বোলার রাজ্জাক

আবারও সেরা বোলার রাজ্জাক