বন্ধ হলো আইসিসির সদর দপ্তর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৩ মার্চ ২০২০
বন্ধ হলো আইসিসির সদর দপ্তর

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার বন্ধ হলো দুবাইস্থ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তর। তবে ঘরে বসে সকল কার্যক্রম করতে কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আইসিসির সদর দপ্তর বন্ধ থাকবে।

আইসিসির এক মুখপাত্র বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মত আইসিসিও কর্তৃপক্ষের সকল নিদের্শনা অনুসরণ করছে এবং আমাদের সদস্যরাও এটির সাথে সংশ্লিষ্ট। আমাদের বেশিরভাগ কর্মী এখন বাসা থেকে কাজ করছেন। আমাদের অগ্রাধিকার হচ্ছে-নিজেদের ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা।’

তিনি আরও বলেন, ‘কর্মীদের বাসা থেকে কাজ করার সক্ষমতা রয়েছে এবং যাতে আমরা কর্মীদের আইসিসির কার্যক্রমে রাখতে পারি। পাশাপাশি তাদের পরিবার ও বৃহত্তর সম্প্রদায় নিরাপদ রাখাটাও আমাদের দায়িত্ব।’

শুক্রবার (২৭ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি বৈঠকে মিলিত হবেন আইসিসির গভর্নিং বডির সদস্যরা। যেখানে সভাপতিত্ব করবেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এবং পরিচালনা করবেন প্রধান নির্বাহী মানু সাহনি।

এদিকে, করোনাভাইরাসের কারণে সকল আন্তর্জাতিক সিরিজ-টুর্নামেন্ট ও ঘরোয়া ক্রিকেট স্থগিত রয়েছে। বন্ধ হয়ে রয়েছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডও। এসব দেশে ঘরে বসে চলছে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল কাজকর্ম।

ক্রিকেটের মত করোনাভাইরাসের কারণে বিশ্বের ফুটবল, টেনিস, বাস্কেটবলসহ অন্যান্য বড় বড় ক্রীড়া ইভেন্টও বন্ধ রয়েছে। বন্ধ ঘোষণার অপেক্ষা রয়েছে অলিম্পিক টুর্নামেন্টও।


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটে যেসব অস্বাস্থ্যকর অভ্যাস বাদ দেওয়ার সময় এসেছে

ক্রিকেটে যেসব অস্বাস্থ্যকর অভ্যাস বাদ দেওয়ার সময় এসেছে

স্থবির ক্রীড়াঙ্গন, সাংবাদিকদের জন্যও বড় চ্যালেঞ্জ

স্থবির ক্রীড়াঙ্গন, সাংবাদিকদের জন্যও বড় চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রে কোয়ারেন্টিনে সাকিব আল হাসান

যুক্তরাষ্ট্রে কোয়ারেন্টিনে সাকিব আল হাসান

ঘরোয়া ক্রিকেট স্থগিত করলো শ্রীলঙ্কা

ঘরোয়া ক্রিকেট স্থগিত করলো শ্রীলঙ্কা