পাকিস্তানের ক্রিকেট বাচাঁতে ভারতের সাহায্য প্রয়োজন নেই : মানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ পিএম, ১৫ এপ্রিল ২০২০
পাকিস্তানের ক্রিকেট বাচাঁতে ভারতের সাহায্য প্রয়োজন নেই : মানি

ফাইল ছবি

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দল হিসেবে পরিচিত। তবে সময়ের বিবর্তনে আইসিসির টুর্নামেন্ট ছাড়া তাদের মাঝে দ্বি-পাক্ষিক সিরিজ অনুষ্ঠিত না হওয়ায় ভাটা পড়েছে তাদের মাঠের লড়াইয়ে। পাকিস্তানে হামলার পর থেকে অনেক দিন ক্রিকেট নিষিদ্ধ ছিল পাকিস্তানে। আর তাতে অনেকটা পিছিয়ে পড়েছে পাকিস্তান। পিছিয়ে পড়লেও পিসিবি প্রধান মনে করছেন, পাকিস্তানের ক্রিকেট বাঁচাতে ভারতের সাহায্যের প্রয়োজন নেই।

এরআগে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) চুক্তিতে স্বাক্ষর করেছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই চুক্তি অনুযায়ী আইসিসির এফটিপি অনুসারে দু’দেশের মধ্যকার ক্রিকেটসূচি মেনে চলার কথা থাকলেও তা মেনে চলেনি ভারত। ভারতের বিপক্ষে খেলাকে 'পাই ইন দ্যা স্কাইয়ের মতো মনে করেন মানি।

ভারত এফটিপির সূচি মেনে না চলায় বেশ ক্ষতির মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। পিসিবি প্রধান এহসান মানি এমনটাই জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন তাদের ক্রিকেট বাঁচিয়ে রাখতে ভারতের সাহায্যের প্রয়োজন নেই।

তিনি বলেন, ‘আমরা হয়তো অনেক ভুক্তভোগি হয়েছি তারা আমাদের সঙ্গে না খেলার কারণে। কিন্তু এখন আর ভারত আমাদের চিন্তা কিংবা পরিকল্পনা- কোনো কিছুতেই নেই। এটা হচ্ছে ‘পাই ইন দ্য স্কাই’ (এমন প্রত্যাশা, যা কখনো পূর্ণ হওয়ার মত নয়)- এর মতো। তাদেরকে ছাড়াই আমাদের ক্রিকেট বেঁচে থাকবে এবং আমাদের ক্রিকেট টিকিয়ে রাখার জন্য তাদের কোনো প্রয়োজন নেই।’

২০০৮ সালে মুম্বাইয়ে হামলার পর থেকে দুই দেশের মাঝে আর কোন দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। সূদুর ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন হবে কি না তাতে সন্দেহ রয়েছে। এহসান মানি জানিয়েছেন, ভারত আমাদের সাথে বারবার ওয়াদা দিয়েছে আর বারবার তা ভঙ্গ করেছে।

তিনি বলেন, আমরা এখন শুধুমাত্র আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপেই তাদের সঙ্গে খেলছি। এটাই যথেষ্ট। কারণ, আমরা ক্রিকেট খেলতে চাই। আমরা সব সময়ই রাজনীতি এবং খেলাকে আলাদা রাখত চাই। যদি ভারত আমাদের সঙ্গে খেলবে না মনে করে, তাহলে আমাদেরকেও তাদের ছাড়াই চলতে হবে এবং ভিন্ন কোনো পরিকল্পনা করতে হবে। একবার নয়, দু’বার তারা আমাদের সঙ্গে খেলবে বলে ওয়াদা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিয়েছে।'



শেয়ার করুন :


আরও পড়ুন

এক বছর ক্রিকেট অসম্ভব : শোয়েব

এক বছর ক্রিকেট অসম্ভব : শোয়েব

বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় হতাশ লায়ন

বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় হতাশ লায়ন

টিম পেইন অধিনায়ক হিসেবে দুর্দান্ত : নাথান লায়ন

টিম পেইন অধিনায়ক হিসেবে দুর্দান্ত : নাথান লায়ন

স্থগিত নয়, পিছিয়ে যাচ্ছে আইপিএল

স্থগিত নয়, পিছিয়ে যাচ্ছে আইপিএল